বিমানবন্দরে প্রবাসীর জিনিসপত্র লুটপাট দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার
বিমানবন্দরে প্রবাসীর জিনিসপত্র লুটপাট দাবিতে প্রচারিত ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জিনিসপত্র লুটপাট করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৯ ডিসেম্বর ‘আমল প্রতিদিন’ নামক একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ইনক্রেডিবল বাংলাদেশ! প্রবাসীদের জন্য ভিআইপি লাউঞ্জে ভিআইপি ট্রিটমেন্ট দেয়ার কথা বলে যেভাবে ধোকা দেয়া হয়েছে সকল প্রবাসীদেরকে। এটা হযরত শাহজালাল(রা) আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য, এভাবেই প্রবাসীদের দামী জিনিসপত্র লু"*ট'পা'*টের মহাউৎসব চলছে। দেখার কেউ নেই।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ ছবিটিতে বিমানবন্দরে প্রবাসীদের জিনিসপত্র লুটপাটের বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিটিতে কম্পোজিশনে অতিরিক্ত ভিড় থাকা সত্ত্বেও ফ্রেমটি অস্বাভাবিকভাবে পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ। মাটিতে পড়ে থাকা ব্যক্তির শরীরের ভঙ্গি এবং চারপাশের মানুষের একরকম কৌতূহলী অবস্থান দৃশ্যটিকে কিছুটা “স্টেজড” বা নাটকীয় করে তুলেছে। গুরুতর পরিস্থিতি সত্ত্বেও অনেকের মুখে আবেগের তীব্রতা কম। পাশাপাশি সমান আলো, নরম ছায়া ও হিসেবি বিশৃঙ্খলায় ছড়ানো জিনিসপত্র মিলিয়ে ছবিটি এআই বৈশিষ্টের সঙ্গে মিল পাওয়া যায়।
আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'সাইট ইন্জিন' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে বিমানবন্দরে প্রবাসীদের জিনিসপত্র লুটপাটের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




