
ভারতের অসুস্থ শিশুকে বাংলাদেশি দাবি করে সাহায্যের ভুয়া আবেদন
বুম বাংলাদেশ দেখেছে, ছবিগুলো ভারতের লুভ নামের এক শিশুর, মুখের টিউমারে আক্রান্ত হয়ে শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি অসুস্থ শিশুর একাধিক ছবি দিয়ে দাবি করা হচ্ছে, ছবিগুলো বাংলাদেশের নোয়াখালী জেলার রিফাত নামের এক শিশুর। পাশাপাশি শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২০ এপ্রিল 'Razib Ahmed' নামের একটি আইডি থেকে কয়েকটি ছবি পোস্ট করে লেখা হয়, 'হৃদয় বান ব্যক্তিরা দয়া করে এগিয়ে আসুন,,, বাচ্চাটির মাড়িতে ক্যান্সার হয়েছে অপারেশন করতে ৩ লক্ষ্য ৫০ হাজার টাকার মতো লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছে,,,, এই বাচ্চাটির পরিবার সবার কাছে দোয়া প্রাথী সবাই দোয়া করবেন আর সবাই ১০০,৫০০,১০০০/- যাই পারি না কেনো দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।.....' ওই পোস্টে শিশুটির অসুস্থতার বর্ণনা দিয়ে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়। সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান নগদ ও বিকাশের হিসেব খোলা একটি নম্বরও যুক্ত করা হয়। স্ক্রিনশটে দেখুন বিস্তারিত--

শিশুটির ছবিগুলো দেখুন আলাদাভাবে---

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভাইরাল পোস্টে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ছবিগুলো বাংলাদেশের দাঁতের ক্যান্সারে আক্রান্ত কোন শিশুর নয় বরং ভারতে মুখের টিউমারে আক্রান্ত লুভ নামের এক শিশুর।
রিভার্স ইমেজ সার্চ করে ছবিগুলো দুস্থ অসহায় মানুষের জন্য অর্থ সাহায্য উত্তোলনকারী 'ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম' 'Milaap' এর ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া গেছে যা গত ৫ এপ্রিল পোস্ট করা হয়। ওই পোস্টে বলা হয়, ৭ বছরের শিশু লুভ মুখের টিউমারে আক্রান্ত যা দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনে দেরি হলে টিউমারটি তার সারামুখে ছড়িয়ে যাবে যেটি তাকে অন্ধ করে দিতে পারে। পোস্টটি দেখুন--
Milaap-এর টুইটার পেজেও ওই শিশুর ছবি ও অসুস্থতার বর্ণনা দিয়ে ৫ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। টুইটার পোস্টটি দেখুন---
আবার, টুইটার একাউন্টে সংযুক্ত থাকা লিংক থেকে Milaap-এর ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, লুভ নামের ওই শিশুটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা নামক এলাকার বাসিন্দা। প্রতিবেদনটি থেকে জানা যায়, শিশুটির মুখের টিউমারের অপারেশনের জন্য প্রায় ৪৫ লক্ষ টাকার প্রয়োজন এবং শিশুটির জন্য অর্থসাহায্য সংগ্রহ চলমান রয়েছে। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ক্রাউডফান্ডিং সংস্থাটির ইউটিউব চ্যানেলে গিয়ে 'Abandoned by her husband, Single Mother Struggles To Save Her Son' শিরোনামে একটি শর্ট ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর Description অংশে গিয়ে পাওয়া লিংকে ঢুকে জানা যায়, লুভ নামের ওই শিশুটি দিল্লির 'Swastik Multi Specialty Hospital'-এ চিকিৎসাধীন রয়েছে।
অর্থ্যাৎ ভারতের উত্তর প্রদেশের শিশু লুভকে বাংলাদেশের নোয়াখালীর রিফাত বলে দাবি করা হচ্ছে। এদিকে ভাইরাল পোস্টে সাহায্য চেয়ে দেয়া বিকাশ নম্বরে যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
সুতরাং ভারতের এক শিশুর ছবি দিয়ে বাংলাদেশের শিশু দাবি করে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।
Updated On: 2022-05-24T10:46:58+05:30
Claim : যেমন নোয়াখালীর মো. রিফাতের চিকিৎসার জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন, আর্থিক সাহায্য করুন।
Claimed By : facebook post
Fact Check : False
Next Story