ভিন্ন একজনের ছবি-ভিডিও নারী সমন্বয়কের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওতে দেখতে পাওয়া নারীর নাম যূথী, তিনি কন্টেন্ট ক্রিয়েটর এবং কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও এবং ভিডিওটির স্থিরচিত্র পোস্ট করে বলা হচ্ছে; এটি ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিনের মদ্যপানের দৃশ্য। কিছু ক্ষেত্রে একই নারীর ভিন্ন ভিন্ন একের অধিক ভিডিও যুক্ত করেও একই তথ্য প্রচার করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৪ এপ্রিল ‘Haji Junaeid Ahmed’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটির রিলস সংস্করণে পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “নতুন রাজনৈতিক দল এন সিপি ৩৬ জুলাইয়ের মুখ্য লাল বদর সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন মদ্যপান সিগারেট নিয়ে ব্যস্ত দেশের ১২টা বাজিয়ে এরা মজ মাস্তিতে ব্যস্ত”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওতে দেখতে পাওয়া নারীর নাম যূথী, তিনি কন্টেন্ট ক্রিয়েটর এবং কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। এনসিপি'তে রুবাইয়া ইয়াসমিন নামের কোনো মুখ্য সমন্বয়ক নেই। এছাড়া ফেসবুকে প্রচারিত নাহিদ ইসলামের সাথে থাকা নারীর নাম ইসরাত জাহান ইশা এবং তিনি "বাংলাদেশ ছাত্রপক্ষ" নামের একটি সংগঠনের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক।
প্রথমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ওয়েবসাইটের মুখ্য সমন্বয়ক তালিকায় খুঁজে 'রুবাইয়া ইয়াসমিন' নামে কাউকে পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ক্ষুদ্র সংস্করণের ভিডিও শেয়ারিংয়ের সামাজিক মাধ্যম ‘টিকটক’-এ গত “Mx juthi” নামের একটি প্রোফাইলে আলোচ্য ভিডিওটি না পাওয়া গেলেও তার একই পোশাক পরে ধারণ করা তার আরো দুইটি (১, ২) ভিডিও পাওয়া যায়।
পরবর্তীতে প্রোফাইলটি ও এর কন্টেন্ট পর্যালোচনা করে দেখা যায় আলোচ্য প্রোফাইলটি "Mx juthi" এর এবং ফেসবুকে সমন্বয়ক দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত তারই। এছাড়াও কিছু ফেসবুক প্রোফাইলে একই নারীর গাড়ির ভেতরের যে ভিডিও দুইটি যুক্ত করে প্রচার করা হয়েছিল সেই ভিডিও দুইটিও (১, ২) এই প্রোফাইলে পাওয়া যায়। তার টিকটক প্ল্যাটফর্মে পাওয়া একই পোশাক পরা ভিডিও দুইটির স্ক্রিনশটের কোলাজ দেখুন--

প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে “Mx juthi” এর ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলও পাওয়া যায়। তার ফেসবুকে সম্প্রতি প্রচারিত আরেকটি ভিডিওতে যূথী সহ তার পক্ষে একজন নারী আলোচ্য ভিডিও সম্পর্কে কথা বলেন। ভিডিওতে তিনি উল্লেখ করেন, ভাইরাল ভিডিওটি একটি হোটেলের কক্ষে ধারণ করেছিল যূথীরই এক বান্ধবী। ভাইরাল হয়ে যাওয়ার পর তা ডিলিট করে দেওয়া হয়।
তিনি আরও জানান, ফেসবুকে যূথীকে শিক্ষার্থী দাবি করা হলেও মেয়েটি ৫-৬ বছর আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। আরেক রাজনৈতিক নারীর নামে যূথীর ভিডিও প্রচার করা হচ্ছে চেহারা মিল থাকার কারণে। যূথী কোনো ধরনের রাজনীতির সঙ্গেও জড়িত না (সংক্ষেপিত)।
অর্থাৎ আলোচ্য ভিডিওতে দেখতে পাওয়া নারীর নাম যূথী। আলোচ্য ছবি-ভিডিওর পাশাপাশি কিছু ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে থাকা একজন নারীর ছবি যুক্ত করা হয়েছে। ছবিটি দেখুন--

যেহেতু এনসিপি'তে রুবাইয়া ইয়াসমিন নামে কোনো মুখ্য সমন্বয়ক নেই আর আলোচ্য ভিডিওটিতে থাকা নারী যূথী নামের অরাজনৈতিক একজন নারী। আবার যূথীর চেহারার সাথে নাহিদ ইসলামের সাথে থাকা নারীর চেহারার কিছুটা পার্থক্যও প্রতীয়মান হয়।
নাহিদ ইসলামের সাথে থাকা নারীর পরিচয়
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ইসরাত জাহান ইশা নামক একটি ফেসবুক প্রোফাইলে আলোচ্য ছবিটি সহ একই ইভেন্টের বেশ কয়েকটি ছবি সহ পোস্ট পাওয়া যায়। প্রোফাইলে থাকা তথ্য অনুযায়ী তিনি 'বাংলাদেশ ছাত্রপক্ষ' এর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। তার প্রোফাইলে পাওয়া আলোচ্য ছবিটি দেখুন--

অর্থাৎ ছবিতে নাহিদ ইসলামের সাথে থাকা নারীর নাম ইসরাত জাহান ইশা এবং তিনি "বাংলাদেশ ছাত্রপক্ষ" নামের একটি সংগঠনের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক।
উল্লেখ্য, আলোচ্য ছবি-ভিডিওর পাশাপাশি কিছু ফেসবুক পোস্টে প্রায় কাছাকাছি দেখতে আরো এক নারীর বক্তব্যের ভিডিও ব্যবহার করে তাকেও মুখ্য সমন্বয়ক 'রুবাইয়া ইয়াসমিন' বলে দাবি করা হয়েছে। তবে সার্চ করে পাওয়া যায় তিনি জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) নেত্রী (যুগ্ম আহ্বায়ক) তাজনূভা জাবীন।
সুতরাং সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর একজন নারীর মদ্যপানের দৃশ্য বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।