বিশ্বকাপ ফুটবল: উন্মাদনা ও ভুয়া খবরের হালচাল
এই নিবন্ধে সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ছড়ানো ভুয়া খবরের ভিত্তিতে বুম বাংলাদেশের যাচাই করা শীর্ষ ১০ টি প্রতিবেদন তুলে ধরা হয়েছে।
চোখ ধাঁধানো জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে গত ১৮ ডিসেম্বর শেষ হল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আয়োজিত সর্বোচ্চ মর্যাদা ও প্রতিযোগীতাপূর্ণ চতুর্বার্ষিক টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। গত নভেম্বরের ২০ তারিখ কাতার বনাম ইকুয়েডর ম্যাচের মধ্যদিয়ে প্রথমবারের মত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বের ৩২ টি দেশের অংশগ্রহণে শুরু হয় এবারের ফুটবল বিশ্বকাপের মহারণ। ২০১০ সালে কাতারকে ২০২২ সালের বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়। মোট ৮ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এবারের বিশ্বকাপ ম্যাচগুলো। বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞে গ্রুপ পর্ব, নক আউট পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেরিয়ে ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ও এবারের অন্যতম ফেবারিট লিওনেল মেসির আর্জেন্টিনা।
যেমন ছিল এবারের ফাইনাল!
ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ২ গোলে আর্জেন্টিনার এগিয়ে থাকা ম্যাচের শেষ দশ মিনিটে মাত্র ২ মিনিটেরও কম সময়ের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে আকস্মিকভাবে সমতায় ফেরে ফ্রান্স। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটের দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির গোলে আবারো আর্জেন্টিনা এগিয়ে গেলে খেলার শেষ মুহুর্তে পেলান্টি থেকে পাওয়া গোলে পুনরায় সমতায় ফেরে ফ্রান্স। ব্যাপক উত্তেজনাপূর্ণ আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচ অনেক নাটকীয়তার পর শেষতক গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হতাশার সাগরে ভাসিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করে ল্যাটিন আমেরিকার দেশ লিওনেল মেসির আর্জেন্টিনা। এর মধ্যদিয়ে ২০০২ সালে ব্রাজিলের পর ২০ বছর বিরতি দিয়ে মেসির হাত ধরে ইউরোপ থেকে ল্যাটিনে ফিরে ফুটবল বিশ্বকাপ। পুরো ম্যাচে আর্জেন্টিনা-ফ্রান্সের গোল ও ট্রাইব্রেকারের ফলাফলের চিত্র একনজরে দেখুন "¡Gooooool! Watch All the Scores From the Incredible World Cup Final" শিরোনামে প্রকাশিত যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে।
বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা, ঘটন-অঘটন!
ফুটবল নিয়ে বাঙালির তথা গোটা উপমহাদেশের মানুষের মধ্যে বরাবরই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাংলাদেশের ফুটবল ফ্যানরা প্রধানত ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা দুই ভাগে বিভক্ত। এই দুই ফেবারিট টিমের ফ্যানরা দেশের বিভিন্ন স্থানে বড় পতাকা বানানো, গেট নির্মাণ ও দুপক্ষের মারামারি সহ যেমন নানা ঘটন-অঘটনের জন্ম দিয়েছে, তেমনি ভার্চুয়ালি সামাজিক মাধ্যমেও জড়িয়েছে নানা বিতর্কে। বিশ্বকাপের উন্মাদনায় এক মাসে দেশের বিভন্ন স্থানে অন্তত ১২ জন মানুষের মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নানা ঘটন-অঘটনের এই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে যেমন অন্যতম ফেবারিট জার্মানি ও বেলজিয়াম, নক আউট ও কোয়ার্টার ফাইনাল থেকে স্পেন, ব্রাজিল ও পর্তুগাল বিদায় নিয়েছে; আবার তেমনি বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলা মরক্কো পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়িয়ে মুগ্ধ করেছে লাখো কোটি ফুটবল ফ্যানকে।
ভুয়া তথ্য প্রবাহ:
ফুটবল নিয়ে বাঙালির উন্মাদনার কমতি ছিলো না কখনোই। চার বছর অন্তর অন্তর বিশ্বকাপের মৌসুমে সেই উন্মাদনা বেড়ে যায় কয়েকগুণ। ফুটবলের বিশ্বমঞ্চের এবারের মহাযজ্ঞকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য ভুয়া খবর, মিথ্যা বা বিকৃত তথ্য। কোনো কোনো ভুয়া খবর সামাজিক মাধ্যম ও অখ্যাত অনলাইন পোর্টালের পাশাপাশি মূলধারার গণমাধ্যমেও প্রকাশিত হতে দেখা গেছে। এবারের বিশ্বকাপের ভেন্যু মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ কাতার হওয়ায়, ইসলাম ধর্ম ও ইসলামি সংস্কৃতি সম্পর্কিত ভুয়া খবরই ছড়িয়েছে বেশি, সেসব খবর ইসলাম ধর্ম সম্পর্কে মূলত ইতিবাচক অর্থেই ছড়ানো হয়েছে তবে তা ছিল ভিত্তিহীন। এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন ফুটবল দল ও খেলোয়াড়দের নিয়েও ভুয়া খবর ছড়িয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ধারণ করা বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিও কাতার বিশ্বকাপের দাবি করে প্রচার করা হয়েছে। এবারের কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অসংখ্য ভুয়া খবরের মধ্যে বুম বাংলাদেশ যেসব ভুয়া খবরকে খণ্ডন করে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে, তন্মধ্যে আলোচিত শীর্ষ ১০টি প্রতিবেদন পাঠকদের জন্য সংক্ষেপে তুলে ধরা হল:
এক.
গত ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচের মধ্যদিয়ে পর্দা উঠে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের। এরআগে বিভিন্ন অঙ্গনের বিশ্বসেরা তারকাদের পরিবেশনায় চলে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিখ্যাত হলিউড অভিনেতা ও পরিচালক মরগান ফ্রিম্যানও পারফর্ম করেন, 'দ্য কলিং' শীর্ষক একটি সেগমেন্ট বর্ণনা করেন তিনি। কিন্তু পরবর্তীতে মরগান ফ্রিম্যান কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে ভুয়া খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। এর ভিত্তিতে ২৪ নভেম্বর বুম বাংলাদেশ তথ্যটি যাচাই করে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
দুই.
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের পর বিতর্কিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের একটি পুরোনো ভিডিও ফেসবুকে পোস্ট করে বলা হয়, কাতার বিশ্বকাপে জাকির নায়েকের বক্তব্য শুনে ৪ জন ইসলাম গ্রহণ করেছেন। পরে যাচাই করে দেখা যায়, তথ্যটি ভিত্তিহীন ও ভিডিওটি অন্তত ৬ বছর পুরোনো। এ নিয়ে ২৪ নভেম্বর প্রকাশিত বুম বাংলাদেশের প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
তিন.
স্টেডিয়ামে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআন তেলাওয়াতের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়, এটি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও। পোস্টে লিখা হয়, "আলহামদুলিল্লাহ ❤ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ৯২ বছরের ইতিহাসে এই প্রথম কুরআন তেলাওয়াত। ফিফা বিশ্বকাপ ২০২২"। বুম বাংলাদেশ যাচাই করে দেখে ভিডিওটি এক বছর আগে অর্থাৎ ২০২১ সালের অক্টোবরে কাতারের আল-থুমামা স্টেডিয়াম উদ্বোধন করার সময়ে করা কোরআন তেলাওয়াতের, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের নয়। ২৩ নভেম্বর এ নিয়ে প্রকাশিত ফ্যাক্ট চেক প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
চার.
স্টেডিয়ামে জামাতে নামাজ আদায়ের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, এটি কাতার বিশ্বকাপের স্টেডিয়ামের দৃশ্য। পোস্টে লিখা হয়, "কাতার স্টেডিয়ামে নামাজ আদায়ের দৃশ্য ❤️দেখে মন ভরে যায়, মাশাআল্লাহ ❤️ #qatar #WorldCup2022 #কাতার #FIFAWorldCup2022 #salat"। পরে বুম বাংলাদেশ যাচাই করে দেখে, এটি কাতার বিশ্বকাপের কোন স্টেডিয়ামের নয় বরং ২০১৯ সালে রাশিয়ার তাতারস্থানের একটি স্টেডিয়ামে নামাজ আদায়ের সময় ধারণ করা ভিডিও। এ নিয়ে ২৩ নভেম্বর প্রকাশিত ফ্যাক্ট চেক প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
পাঁচ.
ফেসবুকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করা হয়, যেখানে দেখা যায় এক ব্যক্তিকে উড়ন্ত ফ্লাইংহুভার বোর্ডে সৌদি আরবের কালেমা খচিত পতাকা নিয়ে পারফর্ম করছেন। দাবি করা হয় এটি চলতি কাতার বিশ্বকাপে কালেমা খচিত পতাকা নিয়ে স্টেডিয়ামের আকাশে উড়েছেন ওই ব্যক্তি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পর দিন ২১ নভেম্বর ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, "কলেমার পতাকা উড়লো কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে মাশাল্লাহ"। বুম বাংলাদেশ যাচাই করে দেখে, ভিডিওটি কাতার বিশ্বকাপের নয় এবং কাতারেরও নয় বরং এটি সৌদির আরবের কিংস ফাহাদ স্টেডিয়ামে কিং কাপ ২০১৯ ফাইনাল ম্যাচের আগ মূহুর্তে হওয়া নান্দনিক বিশেষ আয়োজনের একটি অংশের ভিডিও। এ নিয়ে করা ফ্যাক্ট চেক প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
ছয়.
ফুটবল স্টেডিয়ামে অগ্নিকাণ্ডের দৃশ্য ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়, ভিডিওটি কাতার বিশ্বকাপের ফুটবল খেলার মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার। ওই পোস্টে লেখা হয়, "বিশ্বকাপ ফুটবল খেলার মাঠে ভয়াবহ আগুন!! আগুনের ভয়াবহতা বেড়ে ভয়ংকর আকার দারণ।। কাতার জুরে রেড এলাড।" বুম বাংলাদেশ যাচাই করে দেখে, ভিডিওটি কাতার বিশ্বকাপের সাথে সংশ্লিষ্ট নয় বরং ২০১৮ সালে জার্মান লীগ বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলে ফুটবল ক্লাব হামবুর্গার এসভির অবনমন হওয়ায় সমর্থকদের বিক্ষোভের দৃশ্য এটি। এ নিয়ে ২৬ নভেম্বর প্রকাশিত ফ্যাক্ট চেক প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
সাত.
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয় সৌদি আরব। ওই ম্যাচে গুরুতর আহত হন সৌদি আরবের ফুটবলার ইয়াসের আল-শেহরানি। এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে প্রচারিত হয় জার্মানির এক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইয়াসের আল-শেহরানি। বুম বাংলাদেশ যাচাই করে দেখে, শেহরানি মারা যাননি বরং রিয়াদের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ২৮ নভেম্বর এ নিয়ে প্রকাশিত ফ্যাক্ট চেক প্রতিবেদনের শিরোনাম "সৌদি ফুটবলার ইয়াসের আল-শেহরানির মৃত্যুর খবরটি মিথ্যা"। স্ক্রিনশট দেখুন--
আট.
ফেসবুকে একটি অখ্যাত অনলাইন পোর্টালের খবর শেয়ার করে ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় পেলের মৃত্যুর সংবাদ প্রচার করা হয়। গত ৪ ডিসেম্বর করা ওই পোস্টে লেখা হয়, "ফুটবলের রাজা পেলে আর নেই,না ফেরার দেশে চলে গেলেন!"। পরে আন্তর্জাতিক গণমাধ্যম ও পেলের ইন্টাগ্রাম একাউন্ট থেকে করা পোস্টের বরাতে জানা যায়, পেলে ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক অবস্থার বরং উন্নতি হয়েছে, তিনি মারা যাননি। এ নিয়ে ৭ ডিসেম্বর প্রকাশিত বুম বাংলাদেশের করা ফ্যাক্ট চেক প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
নয়.
ফুটবল বিশ্বকাপের এবারের আসরের ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে চমক সৃষ্টি করার পর, সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে তা উদযাপনে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। ঈদ আনন্দে ভেসেছে সৌদি আরব। এরই মধ্যে প্রচার করা হয়, আর্জেন্টিনাকে হারানোর প্রতিদান হিসেবে সৌদির বাদশা সৌদি আরবের ফুটবল টিমের সবাইকে দামি গাড়ি উপহার দেবেন। কোথাও কোথাও বলা হয় রোলস্ রয়েস গাড়ি দেয়া হবে প্রত্যেককে, এমন ঘোষণা দিয়েছেন বাদশা। মূলধারার গণমাধ্যম সময় টেলিভিশন, একুশে টেলিভিশন অনলাইন ও সময়ের আলো পত্রিকার অনলাইন সহ বেশ কয়েকটি গণমাধ্যম খবরটি প্রকাশ করে। পরবর্তীতে যাচাই করে দেখা যায়, খবরটি ভিত্তিহীন। ২৮ নভেম্বর এ নিয়ে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে বুম বাংলাদেশ। এদিকে, সময় টেলিভিশন পরবর্তীতে ভিডিওসহ খবরটি সরিয়ে নিলেও ইউটিউবের বিভিন্ন চ্যানেলে খবরটি রয়ে গেছে। ফ্যাক্ট চেক প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
দশ.
গত ১৮ ডিসেম্বর আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগমূহুর্তে সামাজিক মাধ্যমে ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের চিকিৎসা নেয়ার কয়েকটি ছবিসহ খবর ছড়িয়ে পড়ে, তিনি 'ক্যামেল ফ্লু'তে আক্রান্ত হয়েছেন। তাই এমবাপ্পে ফাইনাল ম্যাচ খেলার বিষয়টি অনিশ্চিত। তথ্যটি তাৎক্ষণিক যাচাই করে দেখা যায়, ফ্রান্সের কয়েকজন খেলোয়াড় ক্যামেল ফ্লুতে আক্রান্ত হবার খবর প্রকাশিত হলেও এমবাপ্পের আক্রান্ত হবার কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে বুম বাংলাদেশের করা ফ্যাক্ট চেক প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
বুম বাংলাদেশ পর্যবেক্ষণ করে দেখেছে, সাধারণত কোন বিশেষ ঘটনা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুযোর্গ, নির্বাচন, ধর্মীয় সংঘাত, যুদ্ধ বা কোন ইভেন্টকে আশ্রয় করে ভুয়া তথ্য ছড়ায় বেশি। এবারের ফুটবল বিশ্বকাপকে ঘিরেও ভুয়া খবর প্রচার হয়েছে সামাজিক মাধ্যমে, যা ব্যবহারকারীদের অনেক সময় বিভ্রান্তিতে ফেলে দেয়। মূলত খেলার প্রতি উন্মাদনা এবং তথ্যের সত্যতা যাচাই না করার ফলে এসব তথ্য ছড়িয়ে পড়ে দ্রুতগতিতে। তাই কোন সন্দেহজনক তথ্য সামনে এলেই, তা সামাজিক মাধ্যমে শেয়ার করা বা বিশ্বাস করার আগে যাচাই করে নেয়া প্রয়োজন।
প্রিয় পাঠক, অনলাইনে পাওয়া যেকোন তথ্য সন্দেহজনক মনে হলে কিংবা ভুয়া মনে হলে বুম বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে ইনবক্স করতে আপনাদের প্রতি অনুরোধ রইল। ভুয়া খবরের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান লড়াইয়ে আপনিও শামিল হোন।