HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হিন্দুধর্মাবলম্বীদের মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের মিছিল বলে প্রচার

২০২৪ সালের সেপ্টেম্বরে হিন্দুধর্মাবলম্বীদের মশাল মিছিলের ভিডিওকে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলের বলে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 7 Dec 2025 12:53 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওটি গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের সময়ে ধারণকৃত। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১৮ অক্টোবর '𝐒𝐓 𝐒𝐮𝐦𝐨𝐧 𝐤𝐡𝐚𝐧' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "বাড়ি ফেরার প্রস্তুতি নিন আর মাত্র কয়টা দিন। মশাল হাতে উত্তাল গোপালগঞ্জ স্লোগান স্লোগানে মুখরিত জয় বাংলা। শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ❤️”"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর ৮ দফা দাবিতে শহীদ মিনার থেকে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল চলার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ক্যাম্পাস ভিত্তিক অনলাইন পোর্টাল ‘দ্য ডেইলি ক্যাম্পাসে’র ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিওটির সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “ঢাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনে মশাল মিছিল। #ঢাবি #সংখ্যালঘু #অধিকার #আন্দোলন #মশাল #মিছিল।” ফেসবুক ভিডিওটি দেখুন--

Full View


এবারে, আলোচ্য ভিডিওটি থেকে একটি দৃশ্য (বামে) এবং দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটি থেকে একটি দৃশ্য (ডানে) দেখুন পাশাপাশি--



পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে “৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল” শিরোনামে ‘বাংলা ট্রিবিউনে’র ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০ সেপ্টেম্বর ২০২৪ সালে প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে আলোচ্য ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "দুর্গাপূজার ছুটি বৃদ্ধি ও সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারসহ ৮ দফা দাবিতে মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য-টিএসসির মেট্রোরেল স্টেশন হয়ে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনা কালী মন্দিরে গিয়ে মশাল মিছিলটি শেষ হয়।"। স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিলের ভিডিওকে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলের ভিডিও বলে দাবি করে প্রচার করা হচ্ছে।

সুতরাং সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিলের ভিডিও আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীদের মিছিলের বলে পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories