ফেক নিউজ

এটি উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নয়, স্ক্রিনশটটি ভুয়া

উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট বলে প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া বলে বুম বাংলাদেশকে তিনি নিশ্চিত করেছেন।

By - Mamun Abdullah | 19 May 2025 1:06 PM IST

এটি উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নয়, স্ক্রিনশটটি ভুয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে দৃশত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট পোস্ট করে দাবি করা হচ্ছে, মাহফুজ আলম তার একাউন্ট থেকে এই পোস্টটি দিয়েছেন। যেখানে তিনি ছাত্রশিবিরের নেতাদেরকে লক্ষ্য করে অকথ্য ভাষা ব্যবহার করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১৪ মে 'Md Nazmus Sakib' নামের একটি ফেসবুক আইডি থেকে স্ক্রিনশটটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "এই ভারতের দালালরে কি করা যায় আপনারাই বলেন..!😡😡।” স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য স্ক্রিনশটটি ভুয়া। ভাইরাল পোস্টযুক্ত স্ক্রিনশটটি তার একাউন্ট থেকে পোস্ট করা হয়নি বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে এমন কোনো পোস্ট মাহফুজ আলমের ভেরিফায়েড ফেসবুক আইডি এবং পেজে খুঁজে পাওয়া যায়নি।

কি-ওয়ার্ড সার্চ করে কি-ওয়ার্ড সার্চ করে মাহফুজের ভেরিফায়েড ফেসবুক আইডি (Mahfuj Alam) থেকে সর্বশেষ একটি পোস্ট শেয়ার করা হয় ১২ মে। স্ক্রিনশট দেখুন-- 



এছাড়া, মাহফুজ আলমের ভেরিফায়েড ফেসবুক (Mahfuj Alam) পেজ থেকে গত ১৬ মে ভাইরাল স্ক্রিনশটটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, এটি ফেক। পোস্টটি দেখুন-- 

Full View


পরে ভাইরাল পোস্টকৃত স্ক্রিনশটের ব্যাপারে মাহফুজ আলমের কাছে জানতে চাইলে তিনি বুম বাংলাদেশকে বলেন, স্ক্রিনশটটি তার ফেসবুক পোস্টের নয়। এটি ফেক।

অর্থাৎ আলোচ্য পোস্টে যুক্ত ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি ভুয়া। আলোচ্য পোস্টটি মাহফুজ আলমের একাউন্ট থেকে দেওয়া নয়।

সুতরাং মাহফুজ আলমের নামে ভুয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে তার নামে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Related Stories