HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি হাসিনার আমলে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের, ইউনূসের আমলের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ঠাকুরগাঁওয়ে গতবছরের ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ভিডিও এটি।

By - Mamun Abdullah | 31 July 2025 4:17 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি ঠাকুরগাঁওয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৪ জুলা্ই ‘জয় বাংলা পেইজ’ নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ইনুস ওর পেটোয়া বাহিনী দিয়ে বর্তমান ঠাকুরগাঁও এর অবস্থা। এভাবে নির্মমভাবে ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের লাঠি চার্জ।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ দাবি করা হচ্ছে, সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে ঠাকুরগাঁওয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে ঠাকুরগাঁওয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জের নয় বরং এটি ২০২৪ সালের ৩১ জুলাই শেখ হাসিনার আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের সময়কার।

ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Moinuddin Talukder Himel’ নামক একটি ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ৩১ জুলাই পোস্ট করা ভিডিওটির সঙ্গে ফেসবুকে সাম্প্রতিক দাবিতে ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। যেখানে উল্লেখ্য করা হয়, আজকের ঠাকুরগাঁও...। ভিডিওটি দেখুন-- 

Full View


‘Moinuddin Talukder Himel’ এর ফেসবুক একাউন্টিতে গিয়ে দেখা যায়, তিনি একজন সাংবাদিক।

পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ” শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ‘রাইজিংবিডি’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ৩১ জুলাই প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। স্ক্রিনশট দেখুন-- 



নিচে ফেসবুকে প্রচারিত ভাইরাল ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং রাইজিংবিডি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের ছবি দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--  



পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত অন্তত ১৫” শিরোনামে ‘ইত্তেফাকে’র ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ৩১ জুলাই ২০২৪ সালে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গেও ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ঠাকুরগাঁওয়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে জেলা জজ কোর্টের সামনে এ ঘটনা ঘটে। স্ক্রিনশট দেখুন-- 



এছাড়াও, ভাইরাল ভিডিওতে ২ মিনিট ৪ সেকেন্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে একজনের হাতে “STEP DOWN HASINA (স্টেপ ডাউন হাসিনা)” লেখা প্ল্যাকার্ড দেখতে পাওয়া যায়।

অর্থাৎ শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি ২০২৪ সালের ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচীর সময়কার, শেখ হাসিনার আমলের ঘটনা। 

সুতরাং শেখ হাসিনার আমলে গত বছরের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশি একশনের পুরোনো ভিডিও দিয়ে ড. মুহাম্মদ ইউনূস সরকারের আমলের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories