সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে পিরামিডের ওপর দিয়ে বিমান মহড়ার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, যুদ্ধ বিমান দিয়ে চীন গাজায় খাদ্য সহায়তা পাঠাচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ মে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “গাজায় খাদ্য সংকটে ভোগা সাধারণ ফিলিস্তিনের জনগণের জন্য চীনের খাদ্য সহায়তা বিমান মিশরের আকাশসীমা অতিক্রম করার মুহূর্তে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি গাজায় খাদ্য সহায়তা পাঠানোর নয় বরং এটি চীন-মিশর যৌথ সামরিক মহড়ার ভিডিও।
কি ওয়ার্ড সার্চ করে “Chinese fighter jets soar over Egypt in first joint exercises” শিরোনামে ব্রিটিশ সংবাদ সংস্থা ‘REUTERS’ এর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ৬ মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব খর্ব করতে বেইজিং কায়রোর সঙ্গে যৌথ সামরিক মহড়া চালায়। যেখানে চীনা যুদ্ধবিমানগুলো মিশরের পিরামিডের উপর দিয়ে, যার প্রতিধ্বনি ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। সোমবার চীনের সেনাবাহিনী ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তাদের দ্রুতগামী যুদ্ধবিমান, হেলিকপ্টার ও পরিবহন বিমান সাহারা মরুভূমির ওপর দিয়ে উড়ছে। এই মহড়াকে তারা অভিহিত করেছে মিশরের সঙ্গে প্রথম যৌথ বিমান বাহিনীর মহড়া হিসেবে, যা "গভীরতর সামরিক সম্পর্ক ও মৈত্রী পরিবর্তনের একটি বার্তা" বহন করে। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, একই সার্চে “Chinese fighter jets soar over Egypt in first ever joint military drills” শিরোনামে ‘Business Insider Africa’ পত্রিকার ওয়েবসাইটে আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ৭ মে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবিটির সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, সোমবার সাহারা মরুভূমির আকাশে উড়তে থাকা যুদ্ধবিমান, হেলিকপ্টার ও পরিবহন বিমানের দৃশ্য প্রকাশ করেছে চীনের সামরিক বাহিনী। সামরিক সম্পর্ক জোরদারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে এই মহড়াকে বিবেচনা করা হচ্ছে। এই মহড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক জোটবদ্ধতায় একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে—বিশেষ করে এমন একটি অঞ্চলে, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন ছিল। এই অংশীদারিত্ব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে মিশরের ভূমিকায়—আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে বিবেচিত মিশর বর্তমানে বৈশ্বিক সামরিক র্যাংকিংয়ে ১৯তম অবস্থানে রয়েছে এবং দেশটির প্রতিরক্ষা বাজেট আফ্রিকার মধ্যে অন্যতম বৃহৎ। স্ক্রিনশট দেখুন--
এদিকে কি-ওয়ার্ড সার্চ করে চীন যুদ্ধ বিমানে করে গাজাবাসীদের জন্য খাদ্য সহায়তা দিয়েছে- এমন কোনো প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ ভাইরাল ভিডিওটি চীন-মিশরের যৌথ সামরিক মহড়ার।
সুতরাং চীন-মিশরের যৌথ সামরিক মহড়ার ভিডিও দিয়ে গাজায় খাদ্য সহায়তা পাঠানোর বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।