ফেক নিউজ

ভিডিওটি নকল ডিম তৈরির নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ভারতের আগ্রা শহরের জনপ্রিয় মিষ্টান্ন 'পেঠা' তৈরির।

By - Md Abdullah Khan | 30 April 2023 8:23 AM IST

ভিডিওটি নকল ডিম তৈরির নয়

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, নকল ডিম তৈরির ভিডিও এটি। ভিডিওতে চাল কুমড়ো থেকে এক ধরণের বস্তু তৈরি করতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১১ এপ্রিল 'Asif Ali Khan Pranto' নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "দেখুন নকল ডিম কি ভাবে তৈরী করে এই দুনিয়ায় ভালো কবো কারে"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে
পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি নকল ডিম তৈরির নয় বরং 'পেঠা' নামের এক ধরণের জনপ্রিয় মিষ্টান্ন তৈরির।

ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, 'Thefoodiebae' নামের একজন ফুড ভ্লগারের ফেসবুক পেজে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ২৭ জানুয়ারি পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা আছে 'Bulk Level Making of Petha - Cheapest Indian Sweet"।

Full View

এই সূত্র ধরে সার্চ করে 'পেঠা' সম্পর্কে বিস্তারিত বিবরণ খুঁজে পাওয়া যায়। 'পেঠা' মূলত ভারতের আগ্রা শহরের এক ধরণের জনপ্রিয় মিষ্টান্ন। এটি তৈরির প্রক্রিয়া অনেকটা বাংলাদেশের চাল কুমড়োর মোরব্বার মত। সাদা চাল কুমড়োকে নানাবিধ প্রক্রিয়ার মাধ্যমে 'পেঠা' তৈরি করা হয় যা বিভিন্ন আকৃতির হয়ে থাকে।

অর্থাৎ ভিডিওটি নকল ডিম তৈরির নয়।

সুতরাং ভারতের আগ্রা শহরের জনপ্রিয় মিষ্টান্ন 'পেঠা' তৈরির ভিডিওকে নকল ডিম তৈরির বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories