HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি নড়াইলে সম্প্রতি ঘটা সাম্প্রদায়িক হামলার নয়

বুম বাংলাদেশ দেখেছে, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষের ছবিকে নড়াইলের বলে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 23 July 2022 7:31 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি হামলা ও ভাংচুরের দুটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে হিন্দুদের প্রায় দুই শতাধিক বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ১৬ জুলাই 'Prithom Shuvo' নামের একটি আইডি থেকে দুটি ছবি পোস্ট করে লেখা হয়, "নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে হিন্দুদের প্রায় দুই শতাধিক বাড়ী-ঘরে শান্তির বাতাস বইতেছে। ইসলাম শান্তির ধর্ম! ইসলাম মানবতার ধর্ম! ইসলাম কখনো হানাহানিতে বিশ্বাস করে না! ইসলাম সংখ্যলগুদের নিরাপত্তা দিতে বাধ্য!"। দুটি ছবির প্রথমটিতে টুপি পাঞ্জাবি পরা কয়েকজন ব্যক্তিকে সংঘর্ষরত অবস্থায় দেখা যায় এবং অপর ছবিতে ভাংচুরে বিধ্বস্ত একটি কক্ষের দৃশ্য দেখা যাচ্ছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের প্রথম ছবিটি নড়াইলে ঘটে যাওয়া সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ঘটনার নয়। ২০২১ সালের মার্চ মাসে হেফাজত নিয়ন্ত্রিত চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার রেশ ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে মাদ্রাসাছাত্ররা আগুন জ্বেলে অবরোধ করে ও ভাঙচুর চালায়। ছবিটি মূলত সেই সময়ে ধারণ করা।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ২০২১ সালের ২৬ মার্চ সংবাদ পোর্টাল 'বাংলাদেশ জার্নাল'-র ওয়েবসাইটে  'ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের তাণ্ডব' শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য পোস্টের প্রথম ছবিটি হুবহু খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, হেফাজত নিয়ন্ত্রিত চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার রেশ ধরে ব্রাহ্মণবাড়িয়ায়ও বিক্ষোভ মিছিল ও পুলিশের সাথে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

আরো সার্চ করে ওই একইদিনে অনলাইন পোর্টাল 'Risingbd' তাদের ওয়েবসাইটে 'ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের তাণ্ডব' শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে লেখা হয়, 'শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসা ও শহরের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা শহরের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বেলে অবরোধ করে ও ভাঙচুর চালান।' স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

প্রসঙ্গত ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ২৬ মার্চ জুমার নামাজের পর হেফাজত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের নিষেধ করে এবং এতে সংঘর্ষের সুত্রপাত হয়। এই ঘটনার রেশ ধরে ব্রাহ্মণবাড়িয়ায়ও মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ করে ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। আলোচ্য পোস্টের প্রথম ছবিটি সেই সময় ধারণ করা হয়। তবে দ্বিতীয় ছবিটি যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ।

সুতরাং একটি পুরোনো ভিন্ন ঘটনার ছবিকে নড়াইলের সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ঘটনার ছবি হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories