ফেক নিউজ

ফিলিস্তিনের পতাকা হাতে রজার ওয়াটার্সের ছবিটি ২০১৮ সালের

বুম বাংলাদেশ দেখেছে, ফিলিস্তিনের পতাকা হাতে শিল্পী রজার ওয়াটার্সের ছবিটি সাম্প্রতিক নয় বরং ২০১৮ সালে রোমে তোলা হয়েছিল।

By - Tausif Akbar | 16 Oct 2023 2:18 PM IST

ফিলিস্তিনের পতাকা হাতে রজার ওয়াটার্সের ছবিটি ২০১৮ সালের

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পেজ থেকে ব্রিটিশ রক ব্যান্ড 'পিংক ফ্লয়েড' এর সহ-প্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স কর্তৃক ফিলিস্তিনের পতাকা হাতে একটি ছবি পোস্ট করা হয়েছে। পোস্টটি দেখুন এখানে। 

গত ১২ অক্টোবর 'BMSOB' বা 'Band music society of Bangladesh' নামের ফেসবুক পেজ থেকে "the legend, Roger Waters from Pink Floyd 🇵🇸" ক্যাপশনে ছবিটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



সম্প্রতি ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ছবিটি পোস্ট করায় ব্যবহারকারীরা এটিকে সাম্প্রতিক ঘটনার ছবি ভেবে ভুল করার সম্ভাবনা রয়েছে। গত চারদিনে ছবিটি ব্যাপক হারে লাইক কমেন্ট ও শেয়ার পেয়েছে।

ফ্যাক্ট চেকঃ

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ঘটনাটি সাম্প্রতিক নয় বরং ২০১৮ সালে রোমে অনুষ্ঠিত একটি কনসার্টের মঞ্চে রজার ওয়াটার্স ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছিলেন।

কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে সামাজিক মাধ্যম এক্স (টুইটার) এ ইরানিয়ান নিউজ সাইট 'Press TV' এর একাউন্ট থেকে ২০১৮ সালের ২১ জুলাই আলোচিত ছবিটি সহ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয় "RogerWaters রোমে একটি কনসার্টের সময় মঞ্চে ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছেন"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে ২০১৮ সালের ১৪ জুলাই ইতালির রোমে 'Circo Massimo' নামক স্টেডিয়াম ও এন্টারটেনমেন্ট ভেন্যুতে রজার ওয়াটার্স এর কনসার্টের তথ্যছবি খুঁজে পাওয়া যায়

এছাড়াও, ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে 'daily news' নামক একটি চ্যানেলে ২০১৮ সালের ২৫ জুলাই প্রকাশিত 'Roger Waters, Pink Floyd co founder, Waved The Flag of Palestine during the concert in Rome' শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওতে রজার ওয়াটার্স কর্তৃক ফিলিস্তিনের পতাকা তুলে ধরতে দেখা যায়। আলোচ্য ছবি ও এই ভিডিওতে রজারের পোশাকের মিলও পাওয়া যায়। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--



 ভিডিওটির প্রিভিউ দেখুন--

Full View


অর্থাৎ ইতালির একটি কনসার্টে রজার ওয়াটার্স কর্তৃক ফিলিস্তিনের পতাকা তুলে ধরার ঘটনাটি সাম্প্রতিক নয়।

সুতরাং ফেসবুকে কনসার্টের মঞ্চে রজার ওয়াটার্সের ফিলিস্তিনের পতাকা তুলে ধরার পুরোনো ছবি সম্প্রতি ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ডিসক্লেইমার ব্যতীত প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories