HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সৌদি ফুটবলার ইয়াসের আল-শেহরানির মৃত্যুর খবরটি মিথ্যা

বুম বাংলাদেশ দেখেছে, আঘাতপ্রাপ্ত সৌদি ফুটবলার ইয়াসের আল-শেহরানি অস্ত্রোপচারের পরে এখন রিয়াদে চিকিৎসাধীন আছেন।

By - Ummay Ammara Eva | 28 Nov 2022 3:50 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, কাতারে চলমান ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আঘাতপ্রাপ্ত সৌদি আরবের ফুটবলার ইয়াসের আল-শেহরানি মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানে ও এখানে

গত ২৪ নভেম্বর 'Morad Morad' নামে একটি আইডি থেকে পোস্ট করে বলা হয়, "ব্রেকিং নিউজ.... ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন। সৌদি আরব বনাম আর্জেন্টিনার খেলার সময় সৌদির গোলকিপারের হাটুর সাথে আঘাত খাওয়া ইয়াসির ভাই আজ বিকালে জার্মানির এক হসপিটালে না ফেরার দেশে চলে গেলেন 😑😭"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফেসবুক পোস্টে করা দাবিটি সঠিক নয়। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে গিয়ে সৌদি আরবের ফুটবলার ইয়াসের আল-শেহরানি আহত হলে, পরবর্তীতে সফলভাবে তাঁর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কি-ওয়ার্ড সার্চ করে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে গত ২৩ নভেম্বর 'Saudi Arabia's AlShahrani to undergo surgery in Riyadh' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবের আল-শেহরানিকে রিয়াদে অস্ত্রোপচার করা হবে। সৌদি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইয়াসের আল-শেহরানি মাথা, বুক ও তলপেটে তীব্র আঘাত পেয়েছেন। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

আল জাজিরার সূত্র ধরে সৌদি আরাবিয়ান ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে গিয়ে ইয়াসের আল-শেহরানির সাম্প্রতিক অবস্থা সম্পর্কে জানা যায়। ফেসবুক পেজটিতে গত ২৩ নভেম্বর পোস্ট করা ৩টি ফেসবুক পোস্ট থেকে ইয়াসেরের রিয়াদে আসা এবং সফল অস্ত্রোপচারের খবর জানা যায়। একটি পোস্টে ইয়াসের নিজে বক্তব্য রেখেছেন অডিয়েন্সের উদ্দেশ্যে। ইয়াসেরের বক্তব্য রাখার ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

ইয়াসেরের সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর খবরটি পাওয়া যায় এই পোস্টে--

Full View

ইয়াসেরকে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। জানা যায় সৌদি আরবের ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজের এই পোস্ট থেকে--

Full View

আরও সার্চ করে ইয়াসের আল-শেহরানির সর্বশেষ অবস্থা জানা যায় সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজের একটি প্রতিবেদনে। গত ২৭ নভেম্বর 'Saudi Arabia's Yasser Al-Shahrani undergoes second surgery following injury' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ নভেম্বর ইয়াসেরকে দ্বিতীয়বারের মতন কিং আব্দুল আজিজ সিটিতে অস্ত্রোপচার করা হয়। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

অর্থ্যাৎ সৌদি ফুটবলার ইয়াসের আল-শেহরানির ফুটবলে ম্যাচে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়া, নানাভাবে সার্চ করেও গণমাধ্যম ও সৌদি আরবের ফুটবল ফেডারেশনের কোন মাধ্যমে ইয়াসেরের মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সুতরাং কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আহত সৌদি ফুটবলার ইয়াসের আল-শেহরানির চিকিৎসাধীন আছেন। এ সময়ে তাঁর মৃত্যুর ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories