HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য 'দ্য কেরালা স্টোরিতে' অভিনয় করেননি

বুম বাংলার পক্ষ থেকে দেবলীনা ভট্টাচার্যের সাথে যোগাযোগ করা হলে 'দ্য কেরালা স্টোরি'তে তিনি অভিনয় করেননি বলে নিশ্চিত করেন।

By - Md Abdullah Khan | 25 May 2023 4:38 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে ভারতীয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি আলোচিত-সমালোচিত হিন্দি সিনেমা 'দ্য কেরালা স্টোরি'তে অভিনয় করেছেন এবং ছবি তৈরির আগে এক মুসলিম ব্যক্তিকে বিয়ে করেছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৭ মে 'Rajibul Bro' নামের একটি ফেসবুক আইডি থেকে অভিনেত্রী ও এক ব্যক্তির ছবি পোস্ট করে লেখা হয়েছে, "জনপ্রিয় অভিনেত্রী #দেবলিনা_ভট্টাচার্যের স্বামী হলেন #শাহনেওয়াজ_শেখ..যে অভিনেত্রী অনেক হিট ছবিতে কাজ করেছেন, তিনি এই ছবি বানানোর আগে একজন #মুসলিমকে বিয়ে করেছেন। কারণ তিনি জানেন অন্ড ভক্তদের সাথে তিনি কী খেলা খেলেছেন? এখন অন্ডভক্তরা কি করবে।।। ভক্তদের নতুন দুলাভাই #thekerlastory #মোল্লারা বড়োলোক হলে দুলাভাই আর মোল্লা গরীব হলেই লাভ জিহাদ 🥴😄!! আহা ভক্তদের লাইফ 💔"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দ্য কেরালা স্টোরি'তে অভিনয় করেননি বলে নিজেই ফ্যাক্ট চেকিং সংস্থা বুম বাংলাকে নিশ্চিত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।

কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেইজের (আইএমডিবি) ওয়েবসাইটে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা 'দ্য কেরালা স্টোরির' অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। আইএমডিবিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী সিনেমাটিতে আদাহ শর্মা, যোগীতা বাহিনী, সোনিয়া বালানী প্রমুখ কলাকুশলীরা অভিনয় করেছেন। এখানে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের নাম নেই। দেখুন--


আরও নিশ্চিত হতে বুম লাইভ বাংলা দেবলীনা ভট্টাচার্যের সাথে যোগাযোগ করলে হলে তিনিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সত্যি নয় বলে জানান। 

 তবে দেবলীনার মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিকে বিয়ে করার তথ্যটি সঠিক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে "Devoleena Bhattacharjee Shares Pic With Husband Shahnawaz Shaikh And Rumoured Ex Vishal Singh" প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সে সময় জিম প্রশিক্ষক শাহনাওয়াজ শেখকে বিয়ে করেন দেবলীনা।


এছাড়া দেবলীনার ইন্সটাগ্রামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিও খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ ভারতীয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের স্বামী মুসলিম ধর্মাবলম্বী হলেও তিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আলোচিত-সমালোচিত হিন্দি সিনেমা 'দ্য কেরালা স্টোরিতে' অভিনয় করেননি।

সুতরাং মুসলিম ব্যক্তিকে বিয়ে করার পর দেবলীনা ভট্টাচার্যের 'দ্য কেরালা স্টোরিতে' অভিনয় করার বিভ্রান্তিকর দাবি প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে। 

Related Stories