HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুতিনের বৌদ্ধ ধর্মচর্চার ছবিটি এআই টুল দিয়ে বানানো

বুম বাংলাদেশ দেখেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৌদ্ধ ধর্মচর্চার ছবিটি সময়ের আলোচিত এআই টুলস দিয়ে তৈরি করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 7 April 2023 11:54 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিনের জন্য বৌদ্ধ ধর্মচর্চা করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে, এখানে ও এখানে

গত ২৫ মার্চ 'Masaching Marma' নামে একটি ফেসবুক আইডি থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গেরুয়া বস্ত্র পরা একটি ছবি পোস্ট করে বলা হয়, "রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। মাত্র ৭ দিনের জন্য বৌদ্ধ ধর্মের শ্রামন হয়েছিলেন এবং বৌদ্ধধর্ম চর্চা করেছিলেন। দেখার মাত্র শেয়ার করেন"🙏🙏সাধু"৩"। স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচ্য ছবিটি আলোচিত এআই টুলসের মাধ্যমে তৈরি করা হয়েছে।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে গত ১৮ মার্চ 'AI CREATIVES THAILAND' নামের একটি ফেসবুক পেজে 'ต๋องสุเกะ สุวรรณกิจ' নামের একটি আইডিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। শুধু পুতিনই নন, ওই পোস্টে যুক্ত ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছবিও। তবে, ছবির ক্যাপশনকে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজিতে অনুবাদ করে দেখা যায়, ছবিগুলো এআই টুলসের ওয়েবসাইট মিডজার্নি দ্বারা তৈরি এবং এগুলো বাস্তব ছবি নয়. (When 2 leaders escape to ordain 😆😆😆 All images are not real images created by AI Midjourney.#Edit now people misunderstand.) ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


এদিকে, মিডজার্নির কার্যক্রম সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায়, মানুষের চিন্তার নতুন মাধ্যম খুঁজে বের করা ও কল্পনাশক্তিকে বিস্তৃত করার পাশাপাশি এটি বিভিন্ন নকশা, মানুষের আকৃতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করে। অর্থ্যাৎ এই ওয়েবসাইটটি একটি এআই টুল এবং এর মাধ্যমে আলোচ্য ছবিগুলো তৈরি করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--


মূলত, মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলে। কম্পিউটারকে এমনভাবে নির্দেশনা দেওয়া হয় যাতে কম্পিউটার মানুষের মত ভাবতে পারে। এআই এমন একটি প্রযুক্তি, যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলে।

এছাড়া, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে একাধিকবার সার্চ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৌদ্ধ ধর্মচর্চা করার কোনো খবর দেশটির স্থানীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং এআই টুল ব্যবহার করে তৈরি পুতিনের বৌদ্ধ ধর্মচর্চা করার ছবিকে, বাস্তব ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories