HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

যুক্তরাষ্ট্রে সুপারশপে এক তরুণীর চুরির ঘটনায় ভিন্ন দুই তরুণীর ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবি দুইটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পুরোনো দুইটি শপলিফটিংয়ের ঘটনার।

By - BOOM FACT Check Team | 16 Nov 2025 11:07 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গণমাধ্যমের পেজে সম্প্রতি 'যুক্তরাষ্ট্রে চুরি করে ধরা পড়া তরুণী' শীর্ষক সংবাদের একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। ফটোকার্ডটিতে আলোচ্য তরুণীর বলে দুইটি ছবিও যুক্ত করা হয়েছে। ফেসবুক পোস্টটি দেখুন এখানে। 

গত ০২রা নভেম্বর 'দৈনিক জনকণ্ঠ’ -এর ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে এই সংক্রান্ত একটি সংবাদের ফটোকার্ড এবং কমেন্টে সংবাদের লিংক যুক্ত করা হয়। ফটোকার্ডে উল্লেখ করা হয়, “যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়ে চুরি করে ধরা খেলেন ভারতীয় তরুণী”। পোস্টটির স্ক্রিনশট দেখুন —



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবি দুইটি বিভ্রান্তিকর। দৈনিক জনকণ্ঠের ফটোকার্ডে প্রচারিত বাম পাশের (প্রথম ছবিটি) মেক্সিকোর প্রায় ছয়মাস পুরোনো এবং ডান পাশের দ্বিতীয় ছবিটি যুক্তরাষ্ট্রে একজন ভারতীয় নারীর শপলিফটিংয়ের; এটিও প্রায় ছয়মাস পূর্বের। সম্প্রতি যুক্তরাষ্ট্রে একজন ভারতীয় নারীর শপলিফটিংয়ের ঘটনার ছবিতে পুরোনো ও ভিন্ন দুইটি ঘটনার ছবি প্রচার করেছে গণমাধ্যমটি।

প্রথম ছবিটি (বাম পাশের) রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইউটিউবে মেক্সিকোর গণমাধ্যম 'Zócalo'র চ্যানেলে গত ০১লা মে প্রচারিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচ্য ছবিটির (দৃশ্যের) সাথে মিল রয়েছে এমন দৃশ্য সহ মূল ভিডিওটিও পাওয়া যায়। দেখুন --



প্রায় ছয়মাস পূর্বের এই সংবাদটিতে উল্লেখ করা হয়, মেক্সিকোতে এক মহিলা দোকানে চুরি করে সন্তানসম্ভবা হওয়ার অভিনয় করে লুকিয়ে নিয়ে যাওয়ার সময়ে নিরাপত্তার কর্মীদের কাছে ধরা পড়ে।

পরবর্তীতে প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে উক্ত ঘটনার আরো কয়েকটি প্রতিবেদন (,, ) পাওয়া যায়। মেক্সিকোর গণমাধ্যম 'Excelsior' এর প্রতিবেদন অনুযায়ী, একজন মহিলা মেক্সিকোর সল্টিলো শহরে কোহুইলা প্রদেশের একটি কোপেল স্টোরে (Coppel) মিথ্যা গর্ভবতী রূপ ধারণ করে দোকান থেকে ১০টি প্যান্ট লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে একটি ঢিলেঢালা নীল গাউন পরেছিলেন যা তাকে গর্ভবতী হিসেবে দেখাতে সাহায্য করেছে। দোকানের কর্মীরা তাকে আটক করেন এবং তার কাছ থেকে কাপড়ের প্যান্টগুলো বের করেন। [এআই ব্যবহার বর্ণনা ও অনুবাদ সংক্ষিপ্ত করা হয়েছে]

অর্থাৎ, প্রথম ছবিটি প্রায় ছয়মাস আগের মেক্সিকোর একটি ঘটনার, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘটা কোনো ঘটনার নয়।

দ্বিতীয় ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম 'এনডি টিভি'-তে গত ১৬ই জুলাই (হালনাগাদ ১৭ই জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবির ঘটনার আরেকটি ছবি পাওয়া যায়। প্রতিবেদনে উক্ত ঘটনার ভিডিওটিও (বডিক্যামে ধারণ করা) যুক্ত করা হয়। দেখুন --

Full View


প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ০১লা মে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট (Target) স্টোরে এক ভারতীয় নারীকে চুরির অভিযোগে তদন্ত করা হয়েছে। তিনি সাত ঘণ্টারও বেশি সময় ধরে দোকানে অবস্থান করছিলেন এবং সন্দেহজনক আচরণের কারণে স্টাফরা পুলিশে খবর দেন। পুলিশের দাবি, ওই নারী প্রায় ১,৩০০ ডলারের পণ্য চুরির করেছিলেন। 'এনডি টিভি'র প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন --



অর্থাৎ, এটিও প্রায় ছয়মাস পূর্বের একটি ঘটনার ছবি।

সুতরাং দৈনিক জনকণ্ঠের ফটোকার্ডে প্রচারিত ছবি দুইটি ভিন্ন ভিন্ন দেশের পুরোনো দুইটি ঘটনার। 

উল্লেখ্য সম্প্রতি যুক্তরাষ্ট্রে আরো এক ভারতীয় নারীর শপলিফটিংয়ের ঘটনার বিষয়ে গণমাধ্যমে খবর পাওয়া যায়। খবরটির প্রতিবেদনে অভিযুক্তের একটি ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ব্যবহার করা হয়েছে। তবে এই নারীর সাথে জনকণ্ঠের ফটোকার্ডে প্রচারিত ভারতীয় নারীর চেহারার মিল নেই। সাম্প্রতিক ঘটনাটির একটি ভিডিও প্রতিবেদন দেখুন --

Full View


সুতরাং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পুরোনো দুইটি শপলিফটিংয়ের ঘটনার ছবি সাম্প্রতিক এ জাতীয় একটি ঘটনার সংবাদে যুক্ত করে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

Tags:

Related Stories