HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের ভিডিওকে পরিমনির ফাঁসির দাবির বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি গত ১ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কারাবন্দী ছাত্রদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের।

By - BOOM FACT Check Team | 13 Aug 2021 5:24 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও লাইভ মুডে প্রচার করে বলা হচ্ছে, বিতর্কিত চিত্রনায়িকা পরিমনির ফাঁসির দাবিতে রাজপথ উত্তাল। দেখুন সেই ভিডিওটি এখানে

গত ৮ আগস্ট 'Mst Fatema Akter' নামের ফেইসবুক পেইজ থেকে একটি মিছিলের ভিডিও লাইভ মুডে প্রচার করে বলা হয়, 'পরি মনির ফাঁসির দাবিতে আবার ও রাজপথ উত্তাল!। ১ মিনিট ১৬ সেকেন্ডের এই ভিডিওটিতে একটি ব্যানার হাতে বেশ কিছু তরুণ-তরুণীকে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। মিছিলের সামনের দিকে ৫ জন নারীকে একটি ব্যানার হাতে এগিয়ে যেতে দেখা যায়। উল্লেখ্য, গত ৬ আগস্ট একাধিক অভিযোগে ঢালিউডের বির্তকিত অভিনেত্রী পরিমনিকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে তাকে দু'দফায় রিমান্ডেও নেয়া হয়। দেখুন লাইভ মুডে প্রচারিত সেই ভিডিওটির একটি স্ক্রিনশট--


পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সম্প্রতি গ্রেফতার হওয়া পরিমনির ফাঁসির দাবিতে কোনো মিছিলের ভিডিও এটি নয়। ভিডিওটিতে প্রদর্শিত ব্যানারটি লক্ষ্য করলে দেখা যায়, মিছিলটি ভিন্ন ঘটনার। মিছিলের সামনের দিকে থাকা ৫ তরুনীর হাতে থাকা ব্যানারটির বেশ কিছু অংশ পড়া যায় যেখানে লেখা আছে, 'আটক শিক্ষার্থীদের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে চার দফা…"। এই ব্যানারে লেখা শব্দগুলো নানাভাবে সার্চ করে একই মিছিলের একাধিক ভিডিও পাওয়া গেছে। Priom Ahmed নামের একটি ফেসবুক আইডি থেকে গত ১ মার্চ একই মিছিলের একটি ভিডিও লাইভ মুডে পোস্ট করা হয়। সেই ভিডিওটিতে ভাইরাল হওয়া ক্লিপটির ব্যানারসহ সেই ৫ তরুণীকেও দেখা যায়। দেখুন ভিডিওটির দুটি স্ক্রিনশটের কোলাজ--


১ মার্চে লাইভ মুডে পোস্ট করা এই ভিডিওটি দেখুন--

Full View

মূলত ভিডিওটি গত ১ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে হওয়া একটি বিক্ষোভ মিছিলের। সে সময়ে একাধিক মুলধারার সংবাদমাধ্যমেও সেই বিক্ষোভ মিছিলের ভিডিও-ছবিসহ প্রতিবেদন পাওয়া গেছে। দেখুন দৈনিক মানবজমিনের ফেসবুক পেইজে লাইভ করা একই বিক্ষোভের একটি ভিডিও এখানে--

Full View

দৈনিক মানবজমিনের এই লাইভ ভিডিওটিতেও আলোচ্য ভিডিওটিতে থাকা সেই একই ব্যানার লক্ষ্য করা যাচ্ছে। একইভাবে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টুয়েন্টিফোরও তখন সেই বিক্ষোভের ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বেশ কিছু ছাত্রের গ্রেফতারের প্রতিবাদে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হয়। দেখুন--


প্রতিবেদনটি পড়ুন এখানে। 

উল্লেখ্য, চিত্রনায়িকা পরিমনির ফাঁসির দাবিতে এমন কোনো বিক্ষোভের খবর খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ গত ১ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আন্দোলনের ভিডিওকে পরিমনির ফাঁসির দাবির বলে প্রচার করা বিভ্রান্তিকর।

Related Stories