HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আত্মহত্যার পুরোনো ঘটনার ছবিকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, পিরিয়ড জটিলতায় নয় বরং এটি ২০২০ সালে টাঙ্গাইলে শাড়ি না দেওয়ায় আত্মহত্যা করা এক তরুণীর মরদেহের ছবি।

By - Tausif Akbar | 29 Jun 2025 9:25 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক তরুণীর মরদেহের ছবি পোস্ট করে বলা হচ্ছে, প্রথমবারের পিরিয়ড জটিলতায় এক তরুণীর মৃত্যু হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৫ জুন ‘Pinake Sarkar Suma’ নামক পেজ থেকে আলোচ্য দাবিতে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট কোলাজ দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। সম্প্রতি প্রথমবারের পিরিয়ড জটিলতায় এক তরুণীর মৃত্যুর ঘটনার ছবি নয় বরং এটি ২০২০ সালে টাঙ্গাইলে শাড়ি না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করা এক তরুণীর মরদেহের ছবি।

আলোচ্য দাবি অনুযায়ী সংস্লিষ্ট কি-ওয়ার্ড সহ বিভিন্ন কি-ওয়ার্ড যুক্ত করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম ‘খবর বাংলা২৪’-এ ২০২০ সালের ১২ সেপ্টেম্বর “নাগরপুরে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা” শিরোনামে আলোচ্য ছবিটি (ক্লোজ সংস্করণ) সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এতে উল্লেখ করা হয়, শাড়ি না দেওয়ায় টাঙ্গাইলের নাগরপুরে ঝুমা আক্তার (১২) নামের এক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার বিকালে নিজ বাড়িতে ঘরের ধর্নার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে উপজেলা সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের মো. মতিয়ার রহমানের মেয়ে। (সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



এছাড়াও 'আলোকিত প্রজন্ম' নামের একটি অনলাইন পোর্টালেও ২০২০ সালের ১১ সেপ্টেম্বর আলোচ্য ছবিটি সহ একই তথ্য সম্বলিত প্রতিবেদন পাওয়া যায়। পাশাপাশি সার্চ করে ফেসবুকে দুইটি সংবাদ বিষয়ক পেজেও ২০২০ সালের সেপ্টেম্বরে আলোচ্য ছবিটি সহ একই তথ্য পাওয়া যায় (, )। ফেসবুক পোস্টের স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য ছবিটি শাড়ি না পাওয়ায় অভিমানে আত্মহত্যা করা এক তরুণীর মরদেহের।

সুতরাং সামাজিক মাধ্যমে আত্মহত্যা করা এক তরুণীর মরদেহের পুরোনো ছবি সম্প্রতি প্রথমবারের পিরিয়ড জটিলতায় এক তরুণীর মৃত্যুর ঘটনা বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories