HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরোনো ছবি দিয়ে জয়পুরহাটে সম্প্রতি প্রতিমা ভাঙচুরের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, জয়পুরহাট সদরের শুকতাহার গ্রামে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ২০২১ সালের; সাম্প্রতিক নয়।

By - Mamun Abdullah | 28 Sept 2025 12:53 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে মন্দিরের প্রতিমা ভাঙচুরের কয়েকটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ঘটনার দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৫ সেপ্টেম্বর ‘Narendra Nath Majumder’ নামক একটি আইডি থেকে তিনটি ছবি পোস্ট করে উল্লেখ করা হয়, “#মোহাম্মদ_করিম_মন্ডলের_ছেলে_লাল_বাবুর_কান্ড। জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে। গতকাল গভীর রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই গ্রামের করিম মন্ডলের ছেলে মো. লাল বাবুকে আটক করেছে পুলিশ। এর আগে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গায় প্রকাশ্যে দিবালোকে দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে। ২৫ সেপ্টেম্বর ২০২১ ইং।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ দাবি করা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাতে এই প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটে।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার গ্রামে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে এগুলো ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ঘটনার ছবি। এছাড়া, গত ২৪ সেপ্টেম্বর রাতে প্রতিমা ভাঙচুরের এমন কোনো ঘটনার তথ্য স্থানীয় কিংবা জাতীয় গণমাধ্যমে সার্চ করে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করে “জয়পুরহাটে দুটি মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর, একজন আটক” শিরোনামে ‘প্রথম আলো’র ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবিগুলোর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার গ্রামে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে শামসুল আলম মণ্ডল ওরফে লাল বাবু (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে বলে মন্দির কমিটির লোকজনের ভাষ্য। স্ক্রিনশট দেখুন-- 



পাশাপাশি, একই সার্চে “জয়পুরহাটে দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১” শিরোনামে বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘যমুনা টেলিভিশনের’ অনলাইনে আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভাইরাল ছবির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লাল বাবু (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। স্ক্রিনশট দেখুন-- 



এছাড়া, কি ওয়ার্ড সার্চ করে “জয়পুরহাটে প্রতিমা ভাঙচুরের অভিযোগে আটক এক” শিরোনামে বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘একাত্তর টিভি’র অনলাইনে আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। একই সময় অর্থাৎ ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগে লাল বাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্ক্রিনশট দেখুন-- 



এছাড়া, কি-ওয়ার্ড ধরে বিভিন্নভাবে সার্চ করে গত ২৪ সেপ্টেম্বর রাতে বা সম্প্রতি জয়পুরহাটের কোথাও কোনো প্রতিমা ভাঙচুরের ঘটনার খবর স্থানীয় কিংবা জাতীয় পত্রিকায় খুঁজে পাওয়া যায়নি। দুর্গাপূজাকে সামনে রেখে এ ধরণের ঘটনা ঘটলে তা গুরুত্বের সাথে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা।

অর্থাৎফেসবুকে প্রচারিত আলোচ্য ছবিগুলো জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার গ্রামে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের সাম্প্রতিক ঘটনার নয়। বরং এই ঘটনাটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের, যা গত ২৪ সেপ্টেম্বর রাতে ঘটেছে বলে প্রচার করা হচ্ছে।

সুতরাং প্রতিমা ভাঙার পুরোনো ছবি দিয়ে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories