ফেক নিউজ

রক্তাক্ত শিশুর ভাইরাল হওয়া ছবিটি পুরোনো

সামাজিক মাধ্যম টুইটার ও ফেসবুকে ছবিটি ২০১৯ ও ২০২০ সালে একাধিকবার ভাইরাল হয়েছে।

By - BOOM FACT Check Team | 29 March 2021 12:44 PM IST

রক্তাক্ত শিশুর ভাইরাল হওয়া ছবিটি পুরোনো

ফেসবুকে একটি রক্তাক্ত শিশুর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি সাম্প্রতিক মোদি-বিরোধী আন্দোলনের। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে--

গত ২৬ মার্চ থেকে বেশ কিছু ফেসবুক প্রোফাইলে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ কর্মসূচির বেশ কিছু ছবি ভাইরাল হয়। তার মধ্যে একটি ছবিতে সাদা পোশাক পরিহিত এক রক্তাক্ত শিশুকে দেখা যায়। তার পিছনে আরেক ব্যক্তিকে লাল পোশাকে দেখা যাচ্ছে। দেখুন এমন একটি পোস্টের স্ক্রিনশট-

পোস্টটি পড়ুন এখানে। 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি পুরোনো এবং বাংলাদেশেরও নয়।

ছবিটির ব্যাপারে রিভার্স সার্চ করে দেখা গেছে, ছবিটি ২০১৯ ও ২০২০ সালের একাধিক সময়ে টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে টুইটারে পোস্ট করা এমন একটি ছবি দেখুন নিচে--

এছাড়া ফেসবুকেও ২০২০ সালে ছবিটি পোস্ট করা হয়েছিল। দেখুন এমন একটি পোস্ট--

Posted by Believe - বিশ্বাস on Thursday, 27 February 2020

ছবিটির ব্যাপারে আরো বিস্তারিত সার্চ করে রক্তাক্ত শিশুর ছবিটির একটি ভিডিও ভার্সন পাওয়া গেছে। ২০১৯ সালের ২১ ডিসেম্বর একটি টুইটার থ্রেডে ভিডিওটি পাওয়া যায়। টুইটারটির সেই কমেন্টটির ক্যাপশনে বলা হয়েছে, ভিডিওটি ভারতের উত্তর-প্রদেশস্থ নাজিবাবাদের ঘটনা। দেখুন সেই ভিডিওটি--

তবে সামাজিক মাধ্যমগুলোর বাইরে ছবি ও ভিডিওটির আর কোনো নির্ভরযোগ্য উৎসের হদিস পাওয়া যায়নি।

অর্থাৎ ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো ছবিকে সাম্প্রতিক মোদি-বিরোধী কর্মসূচির ছবি হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories