সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১৬ জানুয়ারি 'Salman Khan' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "Breaking News❗❗ নির্বাচন হচ্ছেনা....?"। ভিডিওটির উপরে লেখা থাকতে দেখা যায়, "২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৫ সালের ৬ জুন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন সংঘটিত হবে মর্মে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সম্ভাব্য তারিখ ঘোষণার ভিডিওকে নতুন করে বিভ্রান্তিকর দাবিসহ প্রচার করা হচ্ছে।
আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির উপরে অনলাইন পোর্টাল নিউজ টোয়েন্টিফোরের লোগো দেখতে পাওয়া যায়। পরবর্তীতে, ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে নিউজ টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ৬ জুন "২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা | Election Update | NEWS24" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে আলোচ্য ভিডিটিওর একটি বড় ভার্সন খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ১৭ সেকেন্ড থেকে প্রধান উপদেষ্টাকে বলতে শোনা যায়, "সমস্ত সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।"। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, নিউজ টোয়েন্টিফোরের ফেসবুক পেজে প্রচারিত রিলভিডিওতেও একই তথ্য দেখতে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৫ সালের ৬ জুন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন সংঘটিত হবে মর্মে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সম্ভাব্য তারিখ ঘোষণার সময়ে এই ভিডিওটি ধারণ করা হয়। উল্লেখ্য, গতবছরের ১১ ডিসেম্বর ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
সুতরাং প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পুরনো বক্তব্যকে নতুন করে বিভ্রান্তিকর দাবিসহ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




