HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

প্রথম আলোর লোগো যুক্ত করে বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২২ সালে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে লাগানো ব্যানারে কোনাবাড়ি ডিগ্রি কলেজের ভবনটি ঢেকে যায়।

By - Ummay Ammara Eva | 10 Aug 2025 2:02 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগো যুক্ত করে ব্যানার ও ফেস্টুনে মোড়ানো একটি কলেজ ফটকের ছবি শেয়ার করে বলা হচ্ছে, গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজে ছাত্রীদের বখাটেদের নজর থেকে বাঁচাতে ছাত্রদল অভিনব পর্দার ব্যবস্থা করেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ৩ আগস্ট 'Faizul Karim' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে প্রথম আলোর লোগো যুক্ত করে ব্যানার ও ফেস্টুনে মোড়ানো কলেজ ফটকের ছবিটি শেয়ার করে লেখা হয়, "আপনাদের কাছে কেমন লেগেছে ব্যবস্থাটি? আমার একদিক দিয়ে ভালো লাগছে সেটা হল পর্দার ব্যবস্থা হয়েছে। অন্যদিকে চিন্তা করছি এত নেতা থাকতে আপোষহীন নেত্রী কে বিনা দোষে এত কষ্ট সহ্য করতে হলো।" স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২২ সালে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে লাগানো ব্যানারে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজের ভবনটির সম্মুখভাগ ঢেকে যায়। আলোচ্য ছবিটি সেই সময়ে ধারণ করা হয়।

আলোচ্য ছবিটির সম্পর্কে জানতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টেলিভিশনের অনলাইন ভার্সনে ২০২২ সালের ৯ অক্টোবর "কলেজ না আ.লীগ কার্যালয় চেনা দায়!" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে ভিন্ন দিক থেকে ধারণ করা আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি ডিগ্রি কলেজে ঢুকতেই বোঝার কোনো উপায় নেই, এটা ব্যানারালয় না কলেজ ভবন, নাকি আওয়ামী লীগ নেতাদের কার্যালয়। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর ব্যানার-ফেস্টুনে কলেজ গেট, মাঠ ও একাডেমিক ভবন ছেয়ে গেছে। এতে এলাকাবাসীর মাঝেও দেখা দিয়েছে চাপা ক্ষোভ। জানা গেছে, আগামী ১৫ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন ঘিরে পদপ্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ওইসব প্রার্থী নিজেদের ও তাদের শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন ব্যানার-ফেস্টুন দিয়ে কলেজ ও আশপাশের এলাকা ঢেকে ফেলেছেন।" স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে প্রথম আলোর অনলাইন ভার্সনে ২০২২ সালের ১০ অক্টোবর "কলেজ ভবন নাকি রাজনৈতিক কার্যালয়" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটির মত একটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "আওয়ামী লীগের নেতা-কর্মীদের একের পর এক ব্যানার আর ফেস্টুনে পুরো ভবন ঢেকে দেওয়া হয়েছে। ভবনের পাশের মাঠ ও মূল ফটকেও নেতা-কর্মীদের ছবিসংবলিত বাহারি প্রচারণা। একনজরে কেউ দেখলে মনে করবেন এটা কোনো রাজনৈতিক কার্যালয়। আদতে এটি গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভবন। কোনাবাড়ী থানা আওয়ামী লীগের একটি সম্মেলনকে কেন্দ্র করে কলেজ ভবনসহ আশপাশের এলাকা ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন রাজনৈতিক প্রচারণার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হবে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। গতকাল রোববার কোনাবাড়ী ডিগ্রি কলেজে গিয়ে দেখা যায়, বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যানার ও ফেস্টুনে কলেজের মূল ফটক, মাঠ ও অ্যাকাডেমিক ভবন ছেয়ে গেছে। প্রধান ফটকে বড় করে তোরণও তৈরি করা হয়েছে।" তবে, প্রথম আলোর অনলাইন ভার্সনে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য পোস্টের বক্তব্যের মত তথ্যসহ কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি ছাত্রদলের সাম্প্রতিক কোনো রাজনৈতিক কার্যক্রমের অংশ নয়। বরং ২০২২ সালে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজে দলটির নেতাকর্মীদের লাগানো ব্যানারে কলেজ ভবনটির সম্মুখভাগ ঢেকে যায়। সেই সময়ে ধারণ করা কোনাবাড়ি ডিগ্রি কলেজের একটি ছবিকে প্রথম আলোর লোগো যুক্ত করে ছাত্রদলের সাম্প্রতিক কার্যক্রমের বলে প্রচার করা হচ্ছে।

সুতরাং প্রথম আলোর বরাতে প্রায় তিন বছর আগের আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর একটি কলেজের ভবন ব্যানারে ঢেকে যাওয়ার ছবিকে সম্প্রতি ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রমের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories