HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান কাতার বিশ্বকাপ মঞ্চে ইসলাম গ্রহণ করেননি

বুম বাংলাদেশ দেখেছে, মরগান ফ্রিম্যান বিশ্বকাপের মঞ্চে ইসলাম গ্রহণের করেননি ও গণমাধ্যমে এরকম কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।

By - Ummay Ammara Eva | 24 Nov 2022 6:55 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, কাতার বিশ্বকাপে হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গতকাল ২৩ নভেম্বর 'তাঁরা ভরা রাত' নামে একটি পাবলিক গ্রুপে 'Riya Islam' নামে একটি আইডি থেকে পোস্ট করে লেখা হয়, "🌹🌹কাতার বিশ্বকাপে মারগান ফ্রিম্যানের ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা। আলহামদুলিল্লাহ!🌹🌹"। ফেসবুক পোস্টের স্ক্রিনশট (গতকাল নেয়া) দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, কাতার বিশ্বকাপে হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যানের ইসলাম ধর্ম গ্রহণের খবরটি সঠিক নয়। কাতার বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে মরগান ফ্রিম্যানকে দেখা গেলেও তাঁকে ইসলাম গ্রহণের ঘোষণা দিতে দেখা যায়নি। গণমাধ্যমেও তাঁর ইসলাম গ্রহণের কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।

মরগান ফ্রিম্যানের ভেরিফায়েড টুইটার একাউন্টে ঘুরে দেখা যায়, এ বছরের নভেম্বরে তাঁর বেশ কয়েকটি টুইট খুঁজে পাওয়া গেলেও কোনো টুইটেই তাঁর ইসলাম গ্রহণের ব্যাপারে লেখা হয়নি। এছাড়া, টুইটার থেকে পাওয়া ফেসবুকের লিংকে গিয়ে তাঁর ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ঘুরেও তাঁর ইসলাম গ্রহণের কোনো তথ্য পাওয়া যায়নি।

এবছরে কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের উদ্বোধন করেন হলিউডের বিখ্যাত এই অভিনেতা। তাঁর সাথে ওই মঞ্চে উপস্থিত ছিলেন কাতারের একজন মোটিভেশনাল বক্তা গানিম-আল-মুফতাহ এবং অন্যরা। তবে, ওই মঞ্চে তাঁকে ইসলাম গ্রহণের ব্যাপারে কিছু বলতে শোনা যায়নি। চলমান ফিফা বিশ্বকাপ-২০২২-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল 'FIFA World Cup 2022 Official'-এ কাতার বিশ্বকাপে মরগান ফ্রিম্যানের মাধ্যমে বিশ্বকাপ উদ্বোধনের ভিডিওটি দেখুন--

Full View

মরগান ফ্রিম্যানের ধর্মবিশ্বাস সম্পর্কে জানতে সার্চ করে ২০১৯ সালের ১০ জুন লস এঞ্জেলসভিত্তিক 'দা হলিউড রিপোর্টার' নামে একটি পত্রিকায় 'Morgan Freeman Talks Religious Journeys for 'The Story of God'' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, মরগান ফ্রিম্যান নিজেই দা হলিউড রিপোর্টারকে জানিয়েছেন যে, প্রথমে অবিশ্বাসী হলেও এখন তিনি জরথ্রুস্ট্রবাদে বিশ্বাস করেন। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

এব্যাপারে, আরবভিত্তিক একটি ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম মিসবার মরগান ফ্রিম্যানের ইসলাম গ্রহণের এই দাবিটিকে মিথ্যা সাব্যস্ত করে ফ্যাক্ট চেক করেছে। তাছাড়া, দেশি-বিদেশী কোনো গণমাধ্যমে মরগান ফ্রিম্যানের ইসলাম গ্রহণের ব্যাপারে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং মরগান ফ্রিম্যানের কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় তাঁর ইসলাম গ্রহণের মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories