HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হাসিনা-পুতিনের এক যুগেরও পুরোনো বৈঠকের ছবি সাম্প্রতিক বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভাইরাল ছবিটি সাম্প্রতিক নয়; এটি ২০১৩ সালের জানুয়ারিতে শেখ হাসিনার মস্কো সফরের সময়কালে তোলা ছবি।

By - Mamun Abdullah | 7 Dec 2025 12:41 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে রাশিয়ার প্রেসিডেন্ড ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছাত্রজনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সাথে সম্প্রতি বৈঠক করেছেন ভারত সফররত পুতিন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ৬ ডিসেম্বর ‘Saima Chowdhury’ নামক একটি আইডি থেকে দুইটি ছবি পোস্ট করে উল্লেখ করা হয়, “আলহামদুলিল্লাহ এই দৃশ্যের অপেক্ষায় ছিলো পুরো বাংলাদেশ..... অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের পরিক্ষিত বন্ধু।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ছবি দুটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শেখ হাসিনার সাম্প্রতিক বৈঠকের ছবি নয়। বরং এটি গত ২০১৩ সালের জানুয়ারিতে শেখ হাসিনার তিন দিনের মস্কো সফরের সময়কার।

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে “Beginning of meeting with Prime Minister of Bangladesh Sheikh Hasina” শিরোনামে রাশিয়ার প্রেসিডেন্টের অফিশিয়াল ওয়েবসাইট ‘kremlin’ এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০১৩ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন-- 


যেখানে বলা হয়, শেখ হাসিনার তিন দিনের রাশিয়া সফরে প্রতিরক্ষা ও পারমাণবিক শক্তি চুক্তি স্বাক্ষর করবেন, যার মধ্যে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়নের চুক্তিও অন্তর্ভুক্ত থাকবে।

পাশাপাশি রিভার্স ইমেজ সার্চ করে “Bangladesh Prime Minister Visits Moscow” শিরোনামে জনপ্রিয় অনলাইন ভিত্তিক ফটো প্ল্যাটফর্ম ‘গেটি ইমেজ’ এর ওয়েবসাইটে আরো একটি ছবি খুঁজে পাওয়া যায়। ২০১৩ সালের ১৫ জানুয়ারি শেখ হাসিনা তিন দিনের জন্য মস্কো সফর করেন। একই দিনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত আরো একটি ছবির মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ আলোচ্য ছবিটি ভ্লাদিমির পুতিন ও শেখ হাসিনার সাম্প্রতিক বৈঠকের ছবি নয়। বরং এটি ২০১৩ সালে শেখ হাসিনার রাশিয়া সফরের সময়কার ছবি।

সুতরাং ২০১৩ সালের পুরোনো ছবি দিয়ে ভারত সফররত ভ্লাদিমির পুতিন ও শেখ হাসিনার সাম্প্রতিক বৈঠক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories