HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

গাজার ভিডিও দিয়ে ইরানের হামলার ভয়ে ইসরায়েলিদের পালানোর বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ইরানের হামলার ভয়ে ইসরায়েলিদের পালানোর নয়; গাজায় ত্রাণের জন্য ফিলিস্তিনের ছুটে যাওয়ার।

By - Mamun Abdullah | 30 Jun 2025 7:38 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে শত শত মানুষের দৌড়ানোর ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ইরানের হামলার ভয়ে ইসরায়েলের মানুষদের পালানোর ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২০ জুন ‘Kamal Azad Sylhet’ নামক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ইরানের ভয়ে পালিয়ে যাচ্ছে ইজরাইলের মানুষ।আল্লাহ ছাড়দেন কিন্তু ছেড়েদেন না।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভাইরাল ভিডিওটি ইরানের হামলার ভয়ে ইসরায়েলের মানুষদের পালানোর নয় বরং এটি গাজা উপত্যকার রাফায় ত্রাণ সহায়তা কেন্দ্রে ফিলিস্তিনিদের ছুটে যাওয়ার ভিডিও।

শুরুতেই ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে ‘@ibrahim.st7’ নামক একটি ওয়াটার মার্ক দেখতে পায়। পরবর্তীতে কি ওয়ার্ড সার্চ করে ‘ibrahim.st7‘ নামক ইনস্ট্রাগ্রাম একাউন্টে আলোচ্য ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ১২ জুন প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। এবং এই ভিডিওতেও একই ওয়াটার মার্ক লক্ষ্য করা যায়। যেখানে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণে (রাফাহ) ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর জন্য তারা প্রতি মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। ভিডিওটি দেখুন-- 


ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, তার নাম ইব্রাহিম আলসালআউত। তিনি একজন ফিলিস্তিনি ভিডিওগ্রাফার।

কি ওয়ার্ড সার্চ করে ইব্রাহিম আলসালআউত নামের এই ফিলিস্তিনি ভিডিওগ্রাফার একাউন্টে গিয়ে একই দিন ও একই জায়গার আরো একটি ভিডিও পোস্ট দেখতে পাওয়া যায়। যেখানে উল্লেখ্য করা হয়, দখলদার বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার (রাফাহ) ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়া হাজারো ফিলিস্তিনির ওপর ভারী গুলি চালায়। এতে শহীদ ও আহত হওয়ার ঘটনা ঘটে। স্ক্রিনশট দেখুন-- 



পরবর্তীতে, আলোচ্য তথ্যের ভিত্তিতে কি ওয়ার্ড সার্চ করে “Dozens of Palestinians killed while seeking aid in Gaza, hospitals say” শিরোনামে ‘বিবিসি’র ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয় যায়। একই দিন অর্থাৎ ১২ জুন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় সাহায্য নেওয়ার চেষ্টা করার সময় ডজনখানেক ফিলিস্তিনি নিহত হয়েছেন, বলে জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো। গাজা সিটির দুটি হাসপাতাল জানিয়েছে, রাতে ২৫ জন মানুষ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে একটি ট্রাক বহরের কাছে, যা আটা বহন করছিল, এবং একটি খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে, যেটি পরিচালিত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত Gaza Humanitarian Foundation-এর মাধ্যমে। এই এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রিত নেটজারিম করিডোরের মধ্যে অবস্থিত। স্ক্রিনশট দেখুন-- 


অর্থাৎ ভাইরাল ভিডিওটি ইরানের হামলার ভয়ে ইসরায়েলিদের পালিয়ে যাওয়ার দৃশ্যের নয় বরং এটি গাজার রাফায় ত্রাণ সহায়তা নেওয়া জন্য ফিলিস্তিনিদের ছুটে যাওয়ার ভিডিও। 

সুতরাং গাজায় ত্রাণ নিতে যাওয়া জন্য ফিলিস্তিনিদের ছুটে যাওয়া ভিডিওকে ইরানের হামলার ভয়ে ইসরায়েলিদের পালিয়ে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories