HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছয় কোটি গ্রাহকের মাইলফলক পূর্ণ হওয়ায় বিকাশের উপহার দেয়ার দাবিটি ভুয়া

গ্রাহকের মাইলফলক পূর্ণ হওয়ায় বোনাস দেয়ার তথ্যটি ভিত্তিহীন বলে বিকাশের পক্ষ থেকে বুম বাংলাদেশকে নিশ্চিত করা হয়েছে।

By - Md Abdullah Khan | 5 Jun 2023 8:47 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে দাবি করা হচ্ছে, ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ তার ব্যবহারকারীদের বিকাশ নম্বরে ৬৬০০ টাকা বোনাস দিচ্ছে। পোস্টগুলোতে একটি লিংকও যুক্ত করে দেয়া হয়েছে। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৩১ মে "Arabindha Chakrabarty" নামের একটি ফেসবুক আইডি থেকে একটি লিংক পোস্ট করে লেখা হয়েছে, "বিকাশের ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশ কোম্পানী সব বিকাশ ব্যবহারকারীদের বিকাশ নম্বরে ৬৬০০ টাকা বোনাস দিচ্ছে। প্রথমে বিশ্বাস করিনি, পরে যখন নিজের বিকাশ নম্বরে ৬৬০০ টাকা উপহার পেলাম তখন বিশ্বাস হলো। আপনার যদি বিকাশ একাউন্ট থাকে তাহলে আপনি ও খুব সহজেই নিয়ে পেয়ে যাবেন ৬৬০০ টাকা বোনাস। ৬৬০০ টাকা পেতে নিচের লিঙ্কে যান, তারপর একটি বক্স পাবেন, ঐ বক্সে আপনার বিকাশ নম্বর দিলেই সাথে সাথে আপনার বিকাশ নম্বরে ৬৬০০ টাকা চলে যাবে।" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বিকাশ কর্তৃক বোনাস প্রদানের দাবিটি ভিত্তিহীন এবং প্রতারণাপূর্ণ।

পোস্টগুলোতে যুক্ত লিংকে ক্লিক করলে সেটি গুগল কর্তৃক ঝুঁকিপূর্ণ সাব্যস্ত করা হয়েছে এমন একটি লিংকে (52.22.241.85) প্রবেশ করায়। এ লিংকটিতে কয়েকটি ধাপে নির্দেশনা দেয়া হয়েছে। প্রথমে একটি তালিকা দিয়ে দাবি করা হয়, এই তালিকার ব্যক্তিরা বোনাসটি পেয়েছেন। পরে অংশগ্রহণকারীর বিভিন্ন ব্যক্তিগত তথ্য চেয়ে একটি ফরম পূরণ করতে দেয়া হয়। কিন্তু ফরম পূরণ করার আর কোনো ধাপ দেখা যায় না বা টাকাও পাওয়া যায়না। বরং শেষে টাকা প্রাপ্তির বিবরণসহ স্বয়ংক্রিয়ভাবে তৈরি একটি লেখাকে শেয়ার করতে বলা হয়। নিচে ধাপগুলোর স্ক্রিনশট দেখুন--


আবার, এই ওয়েবসাইটটি দেখতে কিছুটা বিকাশের ওয়েবসাইটের মত হলেও আদতে এটি ভুয়া ওয়েবসাইট। বিকাশের আসল ওয়েবসাইটটি দেখুন এখানে

বুম বাংলাদেশ সবগুলো ধাপ অতিক্রম করেছে এবং কোনো উপহার পায়নি। এ বিষয়ে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করা হলে তারা জানায়, বিকাশের পক্ষ থেকে এ ধরনের কোনো বোনাস ঘোষণা করা হয়নি। এ ধরণের ভিত্তিহীন উপহারের প্রতারণা থেকে গ্রাহকদের সচেতন হতে আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটি জানায়, অ্যাকাউন্ট নম্বর, পিন, ভেরিফিকেশন কোড বা অন্য কোনো তথ্য কাউকে না দিতে বিকাশ সবসময় গ্রাহকদের সচেতন করে আসছে। এ ধরণের কোনো প্রতারণাপূর্ণ বার্তা চোখে পড়লে বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে নিশ্চিত হতেও অনুরোধ করা হয়।

অর্থাৎ বিকাশের পক্ষ থেকে ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে ৬৬০০ টাকা বোনাস দেয়া হচ্ছে বলে করা দাবিটি ভুয়া ও প্রতারণাপূর্ণ।

এর আগেও বিকাশের ১০ বছর পূর্তি বা ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশের পক্ষ থেকে উপহার দেয়া হচ্ছে মর্মে বিভিন্ন সময়ে ভুয়া বার্তা ছড়াতে দেখা গেছে, যা ইতোমধ্যে যাচাইও করা হয়েছে।

সুতরাং মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ তাদের ছয় কোটি গ্রাহকের মাইলফলক পূর্ণ হওয়া উপলক্ষে অর্থ উপহার দিচ্ছে মর্মে প্রতারণাপূর্ণ দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে।

Related Stories