HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ক্রিমিয়ার একটি সেতুকে বাংলাদেশের কালনা সেতু দাবি করে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবির সেতুটি বর্তমান রাশিয়া ফেডারেশনের ক্রিমিয়ায় অবস্থিত, যা ক্রিমিয়ার সাথে রাশিয়াকে যুক্ত করেছে।

By - Ummay Ammara Eva | 9 July 2022 9:47 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি সেতুর ছবি দিয়ে লেখা হচ্ছে, মধুমতি নদীর উপরে নির্মিত কালনা সেতু উদ্বোধনের অপেক্ষায়। এরকম দুটি পোস্ট দেখুন এখানেএখানে

গত ৩ জুলাই 'Touhidul Afridi' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি সেতুর ছবি পোস্ট করে লেখা হয়, 'কালনা সেতু উদ্বোধনের অপেক্ষায়। মধুমতি নদীর উপর ৬ লেনের কালনা সেতু চালু হতে যাচ্ছে খুব শিগগিরই। নির্মাণকাজ শেষ হয়েছে ৯০ ভাগের বেশি। সেতুটি চালু হলে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে ১২১ কিলোমিটার। আর ২শ কিলোমিটার কমবে ঢাকা-কলকাতার দূরত্ব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।' পোস্টটির স্ক্রিনশট দেখুন---


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে ব্যবহৃত সেতুর ছবিটি কালনা সেতুর নয়। বর্তমান রাশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত কার্শ সেতু নামের এই সেতুটি ক্রিমিয়ান ব্রিজ হিসেবেই পরিচিত। উক্ত সেতুটি ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে।

রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম টুইটারে ঘানাস্থ রাশিয়ান দূতাবাসের একটি টুইটার পোস্ট খুঁজে পাওয়া যায় যেখানে আলোচ্য ছবিটি যুক্ত রয়েছে। টুইটার পোস্টটিতে লেখা হয়েছে, ২০ কিলোমিটার দীর্ঘ ওই সেতুটি মূল রাশিয়ান ভূখণ্ড এবং ক্রিমিয়ান উপদ্বীপকে যুক্ত করবে। টুইটার পোস্টটি দেখুন--

আরো সার্চ করে 'engineering.com' নামের একটি ওয়েবসাইটে ২০১৮ সালের ৬ জুলাই 'Europe's Longest Bridge Spans Troubled Waters' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়ান ব্রিজ রাশিয়াকে ইউক্রেনের সাবেক একটি অংশের সাথে যুক্ত করে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

এবারে ওয়েবসাইট থেকে পাওয়া ক্রিমিয়া ব্রিজের ছবির সাথে ভাইরাল পোস্টের ছবির তুলনা দেখুন--


আবার, 'indonesia.postsen.com' নামের আরেকটি ওয়েবসাইটে  'Again, Ukraine threatens to attack Europe's longest bridge in Crimea' শিরোনামে গত ৩ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচ্য ছবির সেতুর অবিকল একটি সেতুর ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, ক্রিমিয়ায় অবস্থিত ইউরোপের দীর্ঘতম সেতুতে হামলার হুমকি দিয়েছে ইউক্রেন। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

মূলত কালনা সেতু বাংলাদেশের দক্ষিনাঞ্চলের গোপালগঞ্জ ও নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীতে নির্মাণাধীন একটি ৬ লেন বিশিষ্ট সেতু। সেতুটি এই মুহূর্তে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, তবে আলোচ্য ছবির সেতুটি কালনা সেতুর নয় বরং রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত ক্রিমিয়ার একটি সেতু, যা ইউরোপের দীর্ঘতম সেতু।

অর্থ্যাৎ ক্রিমিয়ান উপদ্বীপে অবস্থিত ক্রিমিয়ান ব্রিজকে বাংলাদেশের নড়াইলে নির্মানাধীন ও উদ্বোধনের অপেক্ষায় থাকা কালনা সেতু বলে প্রচার করা হচ্ছে।

সুতরাং ক্রিমিয়ার একটি সেতুকে বাংলাদেশের কালনা সেতু বলে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Related Stories