সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে জাতীয় দৈনিক প্রথম আলোর একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। ফটোকার্ডটিতে বলা হয়, বিএনপির উপজেলা সভাপতি বলেছেন, চুরি নয়, সাদা পাথরগুলো ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
৭ ঘন্টা আগে 'Cosmetic Zone, Chittagong' নামে একটি ফেসবুক পেজে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "কোথায় শুকাতে দেয়া হইছে দেখতে চাই😅"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। জাতীয় দৈনিক প্রথম আলো নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন প্রথম আলোর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য অন্য গণমাধ্যমেও এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে ১৩ আগস্ট করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে আলোচ্য ফটোকার্ডটির ব্যাপারে বলা হয়, "প্রথম আলোর নামে ছড়ানো এই তথ্য ও কার্ডটি নকল, আমাদের তৈরি নয়। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন।" পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রথম আলোর লোগো ব্যবহার করে সাদাপাথরের ব্যাপারে উপজেলা সভাপতির মন্তব্য বলে দাবি করে নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। প্রথম আলো এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং প্রথম আলোর লোগো ব্যবহার করে ভিত্তিহীন মন্তব্যযুক্ত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।