ফেক নিউজ

সাদিক কায়েমকে নিয়ে বাংলা আউটলুকের আদলে ভুয়া ফটোকার্ড প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া বলে নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে বাংলা আউটলুক।

By - Ummay Ammara Eva | 28 Jan 2025 10:23 PM IST

সাদিক কায়েমকে নিয়ে বাংলা আউটলুকের আদলে ভুয়া ফটোকার্ড প্রচার

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে অনলাইন পোর্টাল বাংলা আউটলুকের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, ছাত্রলীগে অনুপ্রবেশ করে নিজদের নিরাপদ রাখা শিবিরের কৌশলের অংশ ছিল বলে জানিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২০ জানুয়ারি 'Shariful Islam' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে অনলাইন পোর্টাল বাংলা আউটলুকের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে বলা হয়, "বাংলাদেশ নামে রাষ্ট্রে এদের কোন অধিকার নাই! এরা দালালী করেছিলো পশ্চিম পাকিস্তানের, দালালী করেছে আওয়ামীলীগের। আগামীতেও এরা দালালী করবে অন্য কোন দেশের কিংবা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের। তাই এদের রুখে দিতে হবে... স্বাধীন দেশে আমরা কোন দালালীর অস্তিত্ব দেখতে চাই না... এরা গাছের তলারটাও খাবে আগারটাও..."। পোস্টে যুক্ত ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, "ছাত্রলীগে অনুপ্রবেশ করে নিজদের নিরাপদ রাখা আমাদের কৌশলের অংশ ছিল- ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। অনলাইন পোর্টাল বাংলা আউটলুক নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে।

বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন বাংলা আউটলুকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য অন্য গণমাধ্যমেও এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে বাংলা আউটলুকের ফেসবুক পেজে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে আলোচ্য ফটোকার্ডটির ব্যাপারে বলা হয়, "বাংলা আউটলুকের নামে একটি ভুয়া ফটোকার্ড অনলাইনে ছড়ানো হয়েছে। নীচের ফটোকার্ডটি বাংলা আউটলুকের নয় এবং এ সংক্রান্ত কোন সংবাদ বাংলা আউটলুক প্রকাশ করেনি।" পোস্টটি দেখুন--

Full View


অর্থাৎ বাংলা আউটলুকের লোগো ব্যবহার করে ভিত্তিহীন তথ্য যুক্ত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। বাংলা আউটলুক সাদিক কায়েমের ব্যাপারে এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।

সুতরাং বাংলা আউটলুকের লোগো ব্যবহার করে ভিত্তিহীন তথ্য যুক্ত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories