HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিন্ন ভিডিও দিয়ে বাংলাদেশের দিকে চীনা যুদ্ধজাহাজ আসছে বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, এটি ২০২৩ সালের ডিসেম্বরে ফিলিপাইনের বেসামরিক জাহাজের ওপর চীনা কোস্টগার্ডের জলকামান নিক্ষেপের ভিডিও।

By - Mamun Abdullah | 28 Sept 2025 12:00 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে সাগরে যুদ্ধ জাহাজ চলাচলের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ-আমেরিকার যুদ্ধ মহাড়াকে কেন্দ্র করে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে চীনা যুদ্ধ জাহাজ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২০ সেপ্টেম্বর ‘Alvi Chaudhary’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “বাংলাদেশের ও আমেরিকার যুদ্ধ মহাড়াকে কেন্দ্র করে, বাংলাদেশের দিকে এগিয়ে আসছে চীনা যুদ্ধ জাহাজ। যেকোন সময় লেগে যেতে পারে চীন-ভারত এবং আমেরিকার মধ্যে যুদ্ধ।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশের দিকে এগিয়ে আসা চীনের যুদ্ধজাহাজের নয়। প্রকৃতপক্ষে এটি ২০২৩ সালের ডিসেম্বরে ফিলিপাইনের একটি বেসামরিক জাহাজের ওপর চীনা কোস্টগার্ডের জলকামান নিক্ষেপের ভিডিও।

আলোচ্য ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “China uses water cannons anew vs Filipino ships in West Philippine Sea” শিরোনামে ফিলিপাইন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘Rappler’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৩ সালের ৯ ডিসেম্বর প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, চীনা সামুদ্রিক বাহিনী আবারও পশ্চিম ফিলিপাইন সাগরের বাজো দে মাসিনলোকের কাছে ফিলিপিনো জাহাজগুলোর ওপর জলকামান নিক্ষেপ করেছে। ভিডিওটি দেখুন-- 

Full View


পাশাপাশি রিভার্স ইমেজ সার্চ করে “Chinese ships assault Philippine fisheries vessels en route to disputed shoal” শিরোনামে ‘আরব নিউজ’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ১০ ডিসেম্বর ২০২৩ সালে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ফিলিপাইন এবং তার চুক্তিভিত্তিক মিত্র যুক্তরাষ্ট্র শনিবার আলাদাভাবে নিন্দা জানিয়েছে দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত অগভীর প্রবালপ্রাচীরের কাছে চীনা কোস্ট গার্ড ও সন্দেহভাজন মিলিশিয়া জাহাজের হামলার। এই হামলায় তারা বারবার জলকামান নিক্ষেপ করে তিনটি ফিলিপাইনের মাছ ধরার জাহাজকে ওই এলাকা থেকে আটকে রাখার চেষ্টা করে। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ আলোচ্য ভিডিওটি চীনের যুদ্ধ জাহাজ বাংলাদেশ অভিমুখে এগিয়ে আসার নয় বরং এটি ২০২৩ সালের ডিসেম্বরে ফিলিপিনো জাহাজগুলোর ওপর চীনা কোস্টগার্ডের জলকামান নিক্ষেপের। 

সুতরাং ২০২৩ সালের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে সম্প্রতি চীনা যুদ্ধ জাহাজ বাংলাদেশ অভিমুখে এগিয়ে আসছে দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories