HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইতালির কাভার্ড ভ্যান দুর্ঘটনাকে ইসরায়েলের ঘটনা বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ইতালির দমকল বাহিনীর মহড়া চলাকালে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার সময়ে এই ভিডিওটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva | 17 May 2025 7:19 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, আগুন নেভাতে গিয়ে ইসরায়েলের দমকল বাহিনীর ওই কাভার্ড ভ্যানটি উল্টে যায়। এরকম কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানেএখানে

গত ১ মে 'Target Da'Waah Of - হৃদয়ে ফিলিস্তিন' নামে একটি ফেসবুক পেজে কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ভিডিওটি শেয়ার করে বলা হয়,"আলহামদুলিল্লাহ। আগুন নেভাতে এসে হিজড়া/ইল ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে গেলো / এরপরেও আল্লাহর কোন অবদানকে তোরা অ,স্বীকার করবি /..."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



 ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ইসরাইলের দমকল বাহিনীর সাথে ঘটা দুর্ঘটনার নয়। ইতালির দমকল বাহিনীর মহড়া চলাকালে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার সময়ে এই ভিডিওটি ধারণ করা হয়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে উল্টে যাওয়া কাভার্ড ভ্যানটির সামনে "Vigili del fuoco" লেখা থাকতে দেখা যায়। পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, vigili del fuoco হলো ইতালির ফায়ার সার্ভিস তথা জাতীয় দমকল বাহিনীর নাম। 

পরবর্তীতে ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০১৮ সালের ২ জুলাই 'Local Team' নামে একটি ইউটিউব চ্যানেলে "Melegnano, si ribalta autobotte dei vigili del fuoco: il video dell'incidente (মেলাগনানো, অগ্নিনির্বাপকদের ট্যাঙ্কার উল্টে গেছে: দুর্ঘটনার ভিডিও)" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটি এবং আলোচ্য ভিডিওটির মধ্যে মিল পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

 

আরো সার্চ করে corriere.it নামে ইতালি থেকে পরিচালিত একটি ওয়েবসাইটে "Melegnano, l’autobotte dei Vigili del fuoco in corsa a sirene spiegate si ribalta (মেলেগনানো, ফায়ার ব্রিগেডের ট্যাঙ্কার ট্রাকটি সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে উল্টে গেলো)" শিরোনামে একটি প্রতিবেদনেও আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ইতালির মেলেগনানোতে কর্পোরেশনের উদযাপনের উদ্দেশ্যে একটি মহড়া চলাকালীন সাইরেন বাজানোর সময়ে দমকল বাহিনীর একটি ভ্যান উল্টে যায়। এতে ভ্যানের ভিতরে থাকা পিভ ইমানুয়েলের দুই কর্মী সামান্য আহত হন। স্ক্রিনশট দেখুন--



এছাড়াও মিলানো টুডে এবং primadituttomantova.it নামে ভিন্ন ইতালীয় সংবাদমাধ্যম থেকেও আলোচ্য ভিডিওটি সম্পর্কে একই তথ্য জানা যায়। 

অর্থাৎ আলোচ্য ভিডিওটি ইসরায়েলের নয়। ইতালির মেলেগনানোতে একটি ফায়ার সার্ভিসের ভ্যান উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে, আলোচ্য ভিডিওটি সেই সময়ে ধারণ করা হয়।

সুতরাং ইতালির দমকল কর্মীদের একটি ভ্যান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে ভিডিওটি ইসরায়েলের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories