HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

অধিনায়ক সম্মেলনের ভিডিও দিয়ে সেনাবাহিনীর ক্ষমতাগ্রহণের দাবিতে প্রচার

এটি সেনাবাহিনীর ক্ষমতাগ্রহণের নয় বরং গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত আর্মি অর্ডন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনের ভিডিও।

By - Mamun Abdullah | 23 Nov 2025 1:02 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১৭ নভেম্বর ‘Bicktor On Fair’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “দেশে কোন নির্বাচন হচ্ছে না.... দেশের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে সেনাবাহিনী হাতে ক্ষমতার নিচ্ছে।।দেশের ও মানুষের স্বার্থে সেনাবাহিনী উপলব্ধি করতে পেরেছে বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ।#সেনাবাহিনী #সেনা_শাসন #Bangladesh।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার কোনো ঘটনার নয় বরং এটি গত ১৬ নভেম্বরে অনুষ্ঠিত আর্মি অর্ডন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনের একটি ভিডিও।

ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে বেসরকারি সম্প্রচারমাধ্যম ডিবিসি নিউজের লোগো যুক্ত আছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কি ওয়ার্ড সার্চ করে  “আর্মি অর্ডিন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান” শিরোনামে ‘ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ১৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে ফেসবুকে প্রকাশিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন-- 

Full View


আলোচ্য তথ্যের ভিত্তিতে কি ওয়ার্ড সার্চ করে “আর্মি অর্ডন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান” শিরোনামে ‘কালবেলা’ এর অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ১৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) এ সম্মেলন হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের সব অধিনায়কের উদ্দেশ্যে বক্তব্য দেন। প্রধান অতিথি তার বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ আলোচ্য ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর রাষ্ট্রক্ষমতা দখলের কোনো ঘটনার নয়। বরং এটি আর্মি অর্ডন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনের ভিডিও।

সুতরাং আর্মি অর্ডন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনের ভিডিও দিয়ে সেনাবাহিনীর রাষ্ট্রক্ষমতা গ্রহণ বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories