সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একজন নারীর লাশ উদ্ধারের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারে সেনাবাহিনী গুলিতে পাহাড়ি এই নারী নিহত হয়ে পড়ে আছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৯ সেপ্টেম্বর ‘Mrashang Marma’ নামক একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে উল্লেখ করা হয়, “মন আর শান্ত নাই,কার মায়ের বুক খালি হয়েছে এখনো জানি না। ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এই পাহাড়ি বোনটি নিহত হয়েছে। আজ সকালে উঠে পাওয়া গেছে রামসু বাজারে সেনাবাহিনী গুলিতে নিহত হয়ে পড়ে আছে।রাতে লাশ টা ফেলে রেখে গেছে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি খাগড়াছড়ির গুইমারা রামেসু বাজারে সেনাবাহিনীর গুলিতে পাহাড়ি নারী নিহতের নয়। বরং এটি নওগাঁর মান্দা উপজেলায় সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধারের ছবি। এছাড়া, গত ২৯ সেপ্টেম্বর সেনাবাহিনীর গুলিতে পাহাড়ি নারী নিহত এমন কোনো ঘটনার তথ্য স্থানীয় কিংবা জাতীয় গণমাধ্যমে সার্চ করে পাওয়া যায়নি।
ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে “মান্দায় সড়কের পাশে পড়েছিল নারীর লাশ” শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজ২৪’র ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, নওগাঁর মান্দা উপজেলায় সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের অদূরে পাকা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে “মান্দায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি” শিরোনামে ‘ভোরের ডাক’র পত্রিকার অনলাইনে আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। একই সময় গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের অদূরে একটি পাকা রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে মান্দা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। স্ক্রিনশট দেখুন--
এছাড়া, কি-ওয়ার্ড ধরে বিভিন্নভাবে সার্চ করে গত ২৯ সেপ্টেম্বর সেনাবাহিনীর গুলিতে খাগড়াছড়ির গুইমারা রামেসু বাজারে কোনো পাহাড়ি নারী নিহত ঘটনার খবর স্থানীয় কিংবা জাতীয় পত্রিকায় খুঁজে পাওয়া যায়নি। পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক ঘটনার সঙ্গে এ ধরণের ঘটনা ঘটলে তা গুরুত্বের সাথে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা।
অর্থাৎ ফেসবুকে প্রচারিত আলোচ্য ছবিটি সেনাবাহিনীর গুলিতে খাগড়াছড়ির গুইমারা রামেসু বাজারে কোনো পাহাড়ি নারী নিহত হওয়ার ঘটনার নয়। বরং এটি নওগাঁর মান্দা উপজেলায় সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধারের ছবি।
সুতরাং নওগাঁর মান্দা উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞত এক নারীর লাশ উদ্ধারের ছবি দিয়ে খাগড়াছড়ির গুইমারা রামেসু বাজারে পাহাড়ি নারী নিহত দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।