HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিন্ন ঘটনার ছবি দিয়ে বিভ্রান্তিকরভাবে পরিমনি সংক্রান্ত খবর প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, খবরের শিরোনামটি ভিত্তিহীন এবং ভারতের ভিন্ন ঘটনার একটি ছবিকে ভুলভাবে জুড়ে দেয়া হয়েছে।

By - BOOM FACT Check Team | 7 Sep 2021 2:05 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবরের লিংক শেয়ার করে বলা হচ্ছে, চিত্রনায়িকা পরিমনি ও পুলিশের এসআই এর নাচের ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন এমন তিনটি পোস্ট এখানে, এখানে এবং এখানে

গত ১৬ আগস্ট 'Moushumi' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি খবরের লিংক পোস্ট করে বলা হয়, 'পরিমণী ও এস আই এর নাচের ভিডিও ভাইরাল,নেট দুনিয়া ভাইরাল,'। হুবহু একই রকম শিরোনামে প্রকাশিত খবরটির ডেটলাইনে '3 weeks ago' উল্লেখ করা হয়েছে। এছাড়া খবরটির সাথে যুক্ত ছবিতে দুজন নারী-পুরুষকে নাচতে দেখা যাচ্ছে। দেখুন পোস্টটির স্ক্রিনশট--


খবরটির স্ক্রিনশট দেখুন--


আর্কাইভ দেখুন এখানে। 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পরিমনি সংক্রান্ত এই খবরটি বিভ্রান্তিকর।

প্রথমত খবরটির শিরোনামে চিত্রনায়িকা পরিমনির সাথে কোনো এক এক পুলিশের এস আই বা উপপরিদর্শকের নাচের ভিডিও দাবি করা হলেও খবরটির বিস্তারিত অংশে সেরকম কিছু উল্লেখ নেই। আলোচ্য খবরটিতে পরিমনিসহ চারজনকে গ্রেফতারের বিষয়ে র‍্যাবের একটি সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করা হয়। মূলত গত ৫ আগস্ট ডেইলি বাংলাদেশ নামের একটি গণমাধ্যমের অনলাইন ভার্সনে 'পরীমনির বাসার পার্টিতে যারা যেতেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা' শিরোনামে প্রকাশিত একটি খবর হুবহু কপি করে প্রকাশ করা হয় সেই অনলাইন পোর্টালটিতে। ডেইলি বাংলাদেশের খবরটি পড়ুন এখানে--


এছাড়া খবরটির সাথে যুক্ত ছবিটিও পরিমনি সংক্রান্ত কোনো ঘটনার নয়। মূলত ছবিটি পশ্চিমবঙ্গের ধানবাদের মহুদা থানার আধিকারিক নন্দকিশোর সিং এর নাচের ধারণকৃত ভিডিও থেকে নেয়া। ২০১৯ সালের জুলাই মাসে প্রকাশিত ভারতের একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বেশ কিছুদিন আগের পুলিশ কর্মকর্তা নন্দকিশোরের সাথে এক যৌনকর্মীর নাচের এই ভিডিওটি কেউ গোপনে ধারণ করে তা পরে ফাঁস করে দেয়। দেখুন ছবিসহ এ সংক্রান্ত একটি খবরের স্ক্রিনশট--


এছাড়া ভারতের এশিয়ানেটনিউজ নামের একটি অনলাইন পোর্টালে ভিডিওসহ সেই খবরটি প্রকাশ করে। দেখুন এখানে

অর্থাৎ ভিত্তিহীন শিরোনামে ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে নায়িকা পরিমনি সংক্রান্ত এই খবরটি প্রকাশ করা হয়েছে।

Tags:

porimoni

Related Stories