HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মোদি শান্তিতে নোবেল পুরস্কারের অন্যতম দাবিদার বলেননি অ্যাসলে তোজে

নরওয়ের নোবেল কমিটির ডেপুটি চিফ অ্যাসলে তোজে মিডিয়াতে নরেন্দ্র মোদির নোবেল শান্তি পুরস্কারের সম্ভাবনা নিয়ে কিছুই বলেননি।

By - Md Abdullah Khan | 26 March 2023 2:19 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ, আইডি ও বেশ কিছু সংবাদমাধ্যমে, নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ডেপুটি চিফ অ্যাসলে তোজের বরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার হতে পারেন বলে খবর প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, নোবেল কমিটির ডেপুটি চিফ সংবাদমাধ্যমকে এই সম্ভবনার কথা জানিয়েছেন। এরকম কিছু দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৬ মার্চ অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম "banglanews24.com" থেকে খবরটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "শান্তিতে নোবেল পাবেন নরেন্দ্র মোদি! জল্পনা তুঙ্গে"। খবরের বিস্তারিত অংশে লেখা হয়েছে, "নোবেল শান্তি পুরস্কারে নাম শোনা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার (১৬ মার্চ) নরওয়ের নোবেল প্রাইজ কমিটির ডেপুটি নেতা অ্যাসলে তোজে এমনটাই জানিয়েছেন।..." স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

একই তথ্যসহ খবরটি প্রকাশিত হয়েছে আরও বেশ কিছু সংবাদমাধ্যমে। তন্মধ্যে আছে,

কালের কন্ঠ- শান্তিতে নোবেল পেতে পারেন নরেন্দ্র মোদি

আমাদের সময়.কম- শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন নরেন্দ্র মোদী!

নিউজজি ২৪- নোবেল পুরস্কারের শক্ত প্রতিযোগী মোদি: নোবেল কমিটির সদস্য তোজে

রাইজিং বিডি-  শান্তিতে নোবেল পেতে পারেন মোদি, নরওয়ের পুরস্কার কমিটির ইঙ্গিত

বাংলাদেশ জার্নাল- শান্তিতে নোবেল পেতে পারেন নরেন্দ্র মোদি!

সহ বেশ কিছু সংবাদমাধ্যম। 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি সঠিক নয়। নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ডেপুটি চিফ অ্যাসলে তোজে (Asle Toje) নিজেই জানিয়েছেন এ খবরের কোনও সত্যতা নেই।

মূলত গত ১৪ মার্চ শান্তি এবং বিকল্প উন্নয়নের মডেল বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসেন নোবেল প্রাইজ কমিটির সদস্য অ্যাসলে তোজে। নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ওই আলোচনা অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের সাথেও কিছু বিষয় নিয়ে আলাপ করেন। মূলত এরপরেই ভারতের একাধিক সংবাদমাধ্যমে তোজের বরাতে বিভ্রান্তিকর সংবাদটি ছড়িয়ে পড়ে।

বুম বাংলাদেশ দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানটির ভিডিও বিশ্লেষণ করে দেখেছে, সেখানের কোথাও অ্যাসলে তোজে নরেন্দ্র মোদির নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রসঙ্গে কিছুই বলেননি।

Full View

পরে অ্যাসলে তোজে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাক্ষাৎকারে এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি বলে নিশ্চিত করেন।

পাশাপাশি বুম লাইভ নয়াদিল্লিতে যে আলোচনায় তোজে যোগ দিয়েছিলেন সেই আলোচনার আয়োজক কমিটির সদস্য মনোজ কুমার শর্মার সাথে যোগাযোগ করে। তিনি জানান তাঁর জ্ঞানত কোনও সময়েই অ্যাসলে এ ধরনের কোনও মন্তব্য করেননি।  সংবাদটি বুম লাইভ ছাড়াও আউটলুক ইন্ডিয়া, সিএনবিসিটিভি১৮ সহ বেশ কিছু সংবাদমাধ্যম যাচাই করে বিভ্রান্তিকর সাব্যস্ত করেছে। সিএনবিসিটিভি১৮-এ প্রকাশিত ফ্যাক্ট চেকের স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ, নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ডেপুটি চিফ অ্যাসলে তোজের বরাতে নরেন্দ্র মোদির নোবেল শান্তি পুরস্কার পাওয়ার অন্যতম দাবিদার করা দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। এ ধরণের কোনো বক্তব্যই নোবেল প্রাইজ কমিটির ডেপুটি চিফ দেননি।

প্রসঙ্গত, নোবেল পুরস্কারের মনোনয়নের নিজস্ব ওয়েবসাইট উল্লেখিত তথ্য মতে, এই পুরস্কারের জন্য মনোনয়নকারী এবং মনোনীতদের নাম অন্তত ৫০ বছর প্রকাশ করা হয় না। নোবেল কমিটির সদস্য হিসাবে তোজের পক্ষে কোনও সম্ভাব্য বিজয়ীর নাম প্রকাশ করা সম্ভব নয়।

সুতরাং নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ডেপুটি চিফ অ্যাসলে তোজের বরাতে নরেন্দ্র মোদির নোবেল শান্তি পুরস্কার লাভের সম্ভবনার ভিত্তিহীন খবর প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমের একাধিক একাউন্ট ও কিছু সংবাদমাধ্যমে।

Related Stories